এখনো কাটেনি আমফানের জের, নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

 

বাংলা হান্ট ডেস্কঃ আমফান আতঙ্ক কাটেনি এখনো প্রায় ৬০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো বহু জায়গায় স্বাভাবিক হয় নি জল, বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। এরই মধ্যে নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী ৩ থেকে ৪ দিন উত্তর বঙ্গের বিস্তীর্ণ ও দক্ষিণ এর জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

thewall rain

আজ শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৬৪ থেকে ৯৪ শতাংশ।

আমফান কাটিয়ে আবার ছন্দে ফেরার চেষ্টা করছে শহরতলি ও জেলাগুলি। আসতে আসতে মেঘ কাটছে। সূর্যের দেখা মিলছে। আজ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উষ্ণতা ৩৪ ডিগ্রি  থাকার সম্ভাবনা আছে। আবহওয়া সূত্রে জানা গিয়েছে শহর কলকাতায় গরম বাড়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তখনও পর্যন্ত ৭২ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। সেই সংখ্যাটাই আরও বেড়ে গেল। পুলিশ ও প্রশাসনের কর্তারা বলছেন, এখনও বহু এলাকায় পৌঁছনোই যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত খবর