বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ‘পিএম কেয়ারস ফান্ড’ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে শুক্রবার পাটনার কাঁকরবাগ থানায় একটি বিজেপি নেতা অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা দিলীপ সিং ওরফে পঙ্কজ সিং(Pankaj Singh) তাঁর লিখিত অভিযোগে বলেছেন যে কংগ্রেস রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ড সম্পর্কে টুইটের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং জনগণকে উস্কে দিচ্ছেন।
কঙ্করবাগ থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পঙ্কজ সিংয়ের লিখিত বক্তব্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজেপির মিডিয়া ইনচার্জ পঙ্কজ অ্যাডভোকেট রত্নেশ কুমার বলেছেন, লিখিত বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে কংগ্রেস তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল দিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে জনগণের মধ্যে অবিশ্বাস তৈরির চেষ্টা করেছিল। মানুষকে শ্রেণি বা সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ করার জন্য উদ্বুদ্ধ করার একটি প্রচেষ্টা। এর আগে, কর্ণাটকের (Karnataka) শিমোগা জেলায় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল। এফআইআর-এ অভিযোগ করা হয়েছে যে কংগ্রেস পার্টি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ড সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করেছে।
পিএম কেয়ার তহবিল নিয়ে প্রশ্ন তুলে গত ১১ মে সন্ধ্যা ৬ টায় কংগ্রেসের দলীয় টুইটার হ্যান্ডল থেকে ওই পোস্ট করা হয়েছিল। আর তা নিয়েই আপত্তি তুলেছেন প্রবীণ কেভি। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও দলীয় টুইটার হ্যান্ডলের সঙ্গে যুক্ত কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি।
এটি লক্ষণীয় যে কংগ্রেস অবিচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডকে কেন্দ্র করে বিজেপিকে লক্ষ্য করে চলেছে। বিরোধী দল বলছে যে এই তহবিলের পরিমাণ সম্পর্কে স্বচ্ছতার অভাব রয়েছে এবং তহবিলের নিরীক্ষণের দাবি করা হচ্ছে।