প্রায় একমাস ধরে ইংরেজ আমলে তৈরি এই প্রাচীন হাসপাতালকে করোনার চিকিৎসার জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমদিকে হাসপাতালের ব্যবস্থাপনায় অনেক আঙুল তোলা হলেও, ধীরে ধীরে ছন্দে ফেরে কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College)। এবার গোটা রাজ্যে নজিরবিহীন ঘটনা ঘটাতে চলেছে এই হাসপাতাল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল একসাথে ৬০ জন করোনা রোগীকে মুক্ত করা হবে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে।
এর আগে একদিনে একগাদা সুস্থ রোগীকে মুক্তি করার রেকর্ড রয়েছে এম.আর বাঙ্গুর হাসপাতালের। তবে কলকাতা মেডিক্যাল কলেজের সংখ্যা বাঙ্গুর হাসপাতালের থেকে বেশি। রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি জানিয়েছেন, প্রথম দিকে সবকিছু গুছিয়ে নিতে আর বুঝে উঠতে একটু সময় লেগেছিল। কিন্তু এখন সবকিছু স্বাভাবিক।
মন্ত্রী জানান, সোমবার দুপুর থেকে ধাপে ধাপে ৬০ জনকে ফুল এবং মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানিয়ে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। করোনার চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজকে ব্যবহার করা হবে বলে ট্যুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপর হাসপাতালে হাজার বেডের ব্যবস্থা করা হয়।
তবে প্রথমের দিকে পিপিই কিট,মাস্ক, স্যানিটাইজার, সরঞ্জাম না পাওয়ার অভিযোগ তোলেন চিকিৎসা কর্মীরা। বিক্ষোভও দেখানো হয় চিকিৎসা কর্মীদের তরফ থেকে। এরপর মৃতদেহের মধ্যে করোনা রোগীদের চিকিৎসা আর হাসপাতাল থেকে রোগীর নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে বিতর্কে জরায় হাসাওপাতাল। তবে এবার সবরকম বিতর্ক সরিয়ে নতুন রেকর্ড গড়ল কলকাতা মেডিক্যাল কলেজ।