বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে গরমে গলদঘর্ম প্রত্যেকেই৷ শহরে যত গাছ কমছে, পাল্লা দিয়ে বাড়ছে দূষন। যার জেরে গত কয়েক বছরে বাংলা সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বেড়ে চলেছে গরম। এই সময়ে ই কমার্স সংস্থা ফ্লিপকার্টে চলছে দারুন অফার৷ ২০ হাজারের নীচেই কিনে নিতে পারেন এই এ.সি গুলি
ভোল্টাস ০.৮ টন স্প্লিট এসি
টাটার তৈরি ভোল্টাস এর ০.৮ টন স্প্লিট এসি ৯০ বর্গ ফুট ঘরের জন্য একে বারে আদর্শ৷ তবে ৮০ বর্গফুট পর্যন্ত ঘরে এই এ.সি সব থেকে ভাল কাজ করে। ফ্লিপকার্টে এই এ.সি নো কস্ট ইএমআই-এর সুবিধেতেও পাবেন।
ব্লু স্টার ০.৭৫ টন ৩ স্টার উইন্ডো এসি
আপনার ঘরে যদি উইন্ডো এসি লাগানোর সুযোগ থাকে তবে ব্লু স্টার ০.৭৫ টন উইন্ডো এ.সি নিতেই পারেন। সর্বোচ্চ ৮০ বর্গফুট পর্যন্ত এই এ.সি ভাল কুলিং করবে। দাম ১৯,৪৯০ টাকা। এটিও পাওয়া যাচ্ছে নো কস্ট ইএমআই-তে।
পাশাপাশি এ.সি এর খরচ বাঁচাতে আপনি কিনতে পারেন সোলার এ.সি ও। এসির মেন্টেনেন্স খরচও অনেক কম। পাশাপাশি যে কোনো ঋতুতে কাজ করবে এটি। এর বেশি মেন্টেনেন্স করতে হয় না, ফলে আপনার খরচও কমে যায়।
এই এসির সঙ্গে সাথে থাকছে সোলার প্যানেল আর ডিসি থেকে এসি কনেক্টার। সোলার প্যানেল লাগানোও যাবে খুব সহজে। বাড়ির ছাদে বা অন্য কোনো স্থানে যেখানে ভালো রোদ আসে সেখানে এই সোলার প্যানেলটি লাগাতে হবে।
রাতেও চলবে এই এ.সি। ব্যাটারির সাহায্যে সারারাত চালানো যাবে। এই ব্যাটারিটি দিনের বেলায় সোলার প্যানেলের থেকে চার্জ হয়ে যাবে আর তার সাহায্যে রাতে চলবে।
তবে এই এ.সির দাম পড়বে কিছুটা বেশি প্রায় একলাখ টাকার মত। এই দামে ১টন এসির জন্য ৪টি সোলার প্যানেল ও ডি.সি থেকে এ.সি কানেক্টর সবই দেবে এই কোম্পানি। রয়েছে ফ্রি ইনস্টলেশনও।