বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা।
এবারে ভাইরাল হয়েছে এক কাক (crow) ও শজারুর (hedgehog) ভিডিও। গাড়ির ভয়ে রাস্তা পার হতে নাজেহাল এক ছোট্ট শজারু। বেচারা একটু একটু এগোয় আবার দাঁড়িয়ে পড়ে। শেষে ত্রাতার ভূমিকায় হাজির হল এক কাক। যতক্ষণ না পর্যন্ত সাবধানে শজারু রাস্তা পার হল ততক্ষণ ঠোঁট দিয়ে ঠেলে ঠেলে তাকে সুরক্ষা দিয়ে গেল কাক।
এই ভিডিও স্ট্যান্সগ্রাউন্ডেড নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘একটি কাক একটি শজারুকে ঠেলে ঠেলে রাস্তা পার করাচ্ছে যাতে সে চাপা না পড়ে। সব হিরোরা বর্ম পরে না।’ ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। এখনও পর্যন্ত ৫৮ হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে।
https://twitter.com/_SJPeace_/status/1264537597956800512?s=19
সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী গান গাইছেন। পাশে বসে একমনে তাঁর গান শুনছে পোষা বিড়াল। বেশ সুরেলা গলাতেই গাইছেন তিনি। কিন্তু পোষ্যের সম্ভবত গান পছন্দ হয়নি। তাই হঠাৎ করেই তরুণীর মুখে থাবা দিয়ে মুখ বন্ধ করে দেয় সে। সাফ বুঝিয়ে দেয় যে তাঁর গান একেবারেই ভাল লাগছে না।