বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) তাপমাত্রা বাড়ার সাথে সাথে গরমের প্রকোপও বাড়ছে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ (IMD) অনুযায়ী, উত্তর ভারতের অনেক এলাকায় ২৯ থেকে ৩০ মে পর্যন্ত ধুলো ঝড়ের কারণে বৃষ্টি পড়তে পারে। যার ফলে লু থেকে স্বস্তি পাওয়া যাবে।
IMD রবিবার উত্তর ভারতের জন্য ২৫-২৬ মে রেড অ্যালার্ট জারি করে অনুমান লাগিয়েছিল যে, এই দুটো দিন লু-এর প্রকোপ নিজের চরম সীমায় থাকবে। দিল্লী, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব আর উত্তর প্রদেশের কিছু অংশে বিগত কয়েকদিন থেকে গরম বেরেছে আর কিছু কিছু অংশের তাপমাত্রা তো ৪৫ ডিগ্রিতে পৌঁছেছে।
রাজস্থানে সোমবার সর্বাধিক তাপমাত্রা চুরুতে ৪৭.৫ ডিগ্রি ছিল। আরেকদিকে উত্তর প্রদেশের এলাহাবাদে ৪৬.৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। আরেকদিকে দেশের রাজধানী দিল্লীতে ৪৪ ডিগ্রি তাপমাত্রা মাপা হয়েছে।