পাকিস্তানের কাছে মাথা নত করা OIC সংগঠনও করছে ভারতের সমর্থন, কোণঠাসা হচ্ছে ইমরান সরকার

বাংলাহান্ট ডেস্কঃ ইসলামোফোবিয়ার (Islamophobia) নামে সন্ত্রাস ছড়ানোর ব্যাপারে পাকিস্তানের (Pakistan) আশায় সম্পূর্ণ জল ঢেলে গেল। এই বিষয়ের উপর নির্ভর করে ভারতকে বদনাম করার সকল প্রচেষ্টা ব্যর্থ হল পাকিস্তান সরকারের। বর্তমানে মালদ্বীপ, UAE, সৌদি আরব এবং ওনামের মতো দেশ ভারতকে সমর্থন করে বিশ্বকে জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানের ইসলামোফোবিয়ার পক্ষে আর থাকবে না।

imran khan afp

পাকিস্তানের বিরুদ্ধে যায় OIC সংগঠনের দেশসমূহ
OIC -এর সদস্য দেশগুলোর কাছে ইসলামোফোবিয়ার নামে জম্মু-কাশ্মীরের নাগরিকদের অবস্থার বিষয়ে সম্পূর্ণ গোপন রাখছিল পাকিস্তান। কিন্তু এই ষড়যন্ত্রে পাকিস্তানের সাথ দিতে নারাজ হয় কয়েকটি দেশ। সৌদি আরব এবং UAE-র সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্কের জেরে ধারণা করা হচ্ছে তারা পাকিস্তানের বিপক্ষে চলে গেছে। এমনকি ওনাম ভারতের পক্ষে সওয়াল করতে থাকে।

680547 modi boy 770x433 770x433 1

ভারতের পক্ষে সমর্থন জানাচ্ছে OIC সংগঠন
সাম্প্রতিক সময়ে ভারতের এক বড় কূটনৈতিক জয় এবং সেই সঙ্গে পাকিস্তানের হারের দিকে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি। গত ১৯ শে মে OIC-এর দেশেগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকে পাকিস্তানের স্থায়ী রিপ্রেজেন্টেটিভ মুনির খান অংশ নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন, সংগঠনের একটি ছোট একটি দল তৈরি হয়ে ভারতের ইসলামোফোবিয়ার নামে দেশের বিরুদ্ধে ইউনাইটেড নেশনে অংশ নিতে পারে। কিন্তু UAE পাকিস্তানের এই স্বপ্ন ভঙ্গ করে বলে, OIC-এর সমস্ত বিদেশের মন্ত্রীদের সম্মতি নিয়েই সংগঠন তৈরি করা হবে।

সমর্থন করে মালদ্বীপও
মালদ্বীপও পাকিস্তানের এই বয়ানের তীব্র বিরোধিতা করে। এই বিষয়ে মালদ্বীপের রাজদূত বলেন, ভারত বিশ্বের সবথেকে বড় লোকতান্ত্রিক দেশ। এখানে প্রায় ২০০ মিলিয়ন মুসলমান বসবাস করেন। এই পরিস্থিতিতে ইসলামোফোবিয়ার দোষারোপ করা একদমই উচিত হবে না।

Smita Hari

সম্পর্কিত খবর