বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে আরও একবার মহারাষ্ট্রে (Maharashtra) রাজনৈতিক নাটক শুরু হয়ে গেলো। বিজেপি (BJP) নেতা নারায়ণ রানে জানিয়েছেন যে, উদ্ভব (Uddhav Thackeray) সরকার করোনা সঙ্কটের মোকাবিলা করতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ। বিজেপি মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন লাগু করার দাবি জানিয়েছে।
আর এর মধ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) রাজ্যপাল ভগত সিং কেশিয়ারির সাথে সাক্ষাৎ করেন। শোনা যাচ্ছে যে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) আজ বিকেল চারটের সময় প্রেস কনফারেন্স করবেন।
আরেকদিকে, রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কথাকে গুজব বলে আখ্যা দিয়ে শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, বিজেপি রাষ্ট্রপতি শাসনের কথা বলছে, কিন্তু আমি এখনো তাদের কোন বড় নেতার কাছ থেকে এটা শুনিনি। আমি দেবেন্দ্র ফড়নবিশ, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আর নিতিন গড়কড়ির মুখ থেকে এই কথা শুনিনি। আর এই জন্য আমি এটা বিশ্বাস করতে পারছি না।
উনি বলেন, যদি মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সাথে শরদ পাওয়ারের সাক্ষাৎ হয়, তাহলে এরমধ্যে কারণ খোঁজার কি দরকার? রাজ্য চালানো দুই প্রধান নেতা নিজেদের মধ্যে বৈঠক করে চর্চা করতেই পারে, এটা নিয়ে কারোর সমস্যা হওয়ার কোন কারণ তো দেখা যাচ্ছে না।