লকডাউনের মাঝেও রক্তদান শিবির করে সমাজে মানবিক রূপ স্থাপন করলেন মোহনবাগান সমর্থকরা।

লকডাউনের জেরে যখন সারা বিশ্ব জুড়ে এক কঠিন পরিস্থিতি চলছে সেই সময় মানবিক মুখ দেখালেন বাগুইহাটি এবং রাজারহাট মোহনবাগান সমর্থকরা। সামাজিক দায়িত্ব পালন করে রক্তদান শিবিরের আয়োজন করলেন এই মোহনবাগান সমর্থকরা। আর এই রক্তদান শিবিরের মাধ্যমেই প্রিয় ক্লাব মোহনবাগানের এই বছর আই লিগ জয় সেলিব্রেশন করলেন মোহনবাগান সমর্থকরা।

গ্রীষ্মকালীন রক্ত সংকট ঠিক রাখতে বহু স্বেচ্ছাসেবী সংস্থায় রক্তদান শিবির করে থাকে। তবে এই বছর করোনা ভাইরাসের কারণে এই সামাজিক কাজটি থেকে বিরত থেকেছেন অনেক স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু সাধারণ মানুষদের কথা ভেবে নিজেদের ঘরবন্দি রাখতে পারেননি বাগুইআটি এবং রাজারহাট মোহনবাগান সমর্থকরা। এই কঠিন পরিস্থিতিতেও সাধারণ মানুষের কথা ভেবে তারা রক্তদান শিবির আয়োজন করে সমাজের মধ্যে মানবিক মুখ গড়লেন।

231743579d29937752e13cb17a36823c4293325e6180f3d616e57c5c4a01f380d19619b25

সমস্ত সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মোবাইল ভ্যানে 40 জন মোহনবাগান সমর্থক রক্তদান করে যান। এই রক্তদান শিবিরে হাজির ছিলেন মোহনবাগানের তারক গোলরক্ষক শিল্টন পাল। তিনি নিজে হাজির থেকে এই রক্তদাতাদের উৎসাহিত করেন। সেইসাথে তিনি এই বাগুইআটি মোহনবাগান সমর্থকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর