সরকারের সাহায্যে উপর ভরসা না করে মানুষের পাশে FSSS

বাংলা হান্ট ডেস্ক: একেই করোনার আতঙ্কে আঁতকে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ।তার ওপর গত সপ্তাহে গোটা বাংলাকে তছনছ করে দিয়ে গেছে শক্তিশালী ঘূর্নঝড় আম্ফান।

ঝড়ের ফলে বিধ্বস্ত বাংলা এবং বঙ্গবাসীর পাশে দাঁড়ানোর জন্য এবার এগিয়ে এলো সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডস সোসাইটি ইন সোশ্যাল সার্ভিস ।Amfan 1

শ্যামাপ্রসাদ মুখার্জী ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ অনির্বাণ গাঙ্গুলীর উদ্যোগে গঠিত এই সংস্থায় গুরুত্বপূর্ণ স্থানে আছেন প্রাক্তন পুলিশ অধিকর্তা দীনেশ বাজপেয়ি ,

পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব এম এল মিনা, রাষ্ট্রীয় সেবা ভারতীর  জাতীয়  সভাপতি পরিমল বনসালি ,নেতাজি সুভাষ আইএনএ ট্রাস্টের সাধারণ সম্পাদক ডক্টর আনন্দ মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।cyclone bulbul to cross west bengal bangladesh coast during early hours of nov 10 imd

এই সংগঠন পক্ষে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান,  সংগঠন, সংস্থা এবং দেশের সকল নাগরিকের কাছে আরফান বিধ্বস্ত

পশ্চিমবঙ্গের  হাওড়া  উত্তর এবং দক্ষিণ 24 পরগনা  ও এবং  সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে  সাধারণ মানুষের জীবনযাত্রা  পুনরায় স্বাভাবিক করার লক্ষ্যে আহবান জানিয়ে বলেন, “এই সংগঠন বিপর্যয় সময় সাধারণ মানুষের পাশে থাকার জন্যই তৈরি করা হয়েছে।

09 amfan storm

তাই আমি সকল দেশবাসী এবং সংগঠনগুলিকে আমাদের সাহায্য করার আহ্বান জানাচ্ছি ।যাতে আমরা আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল কে  পুনর্গঠন করার কাজে সহায়তা  করতে পারি ।

এবং গ্রামবাংলার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক জীবন ছন্দে ফিরিয়ে দিতে পারি পশ্চিমবঙ্গ কে দেশের সবথেকে উন্নত তম রাজ্য  গড়ার লক্ষ্যে ফ্রেন্ড সোসাইটি এন্ড সোশ্যাল সার্ভিস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ।,এবং ভবিষ্যতেও সোনার বাংলা তৈরি করার লক্ষ্যে এই সংগঠন সমগ্র ভারতবাসী বঙ্গবাসী সহায়তা পাবে বলেই  বিশ্বাস করেন ডঃ অনির্বাণ গাঙ্গুলি ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর