পিছিয়ে যেতে চলেছে টি-২০ বিশ্বকাপ! অক্টোবরে হতে চলেছে আইপিএল।

বিশ্বজুড়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারনে এবার পিছিয়ে যেতে চলেছে টিটোয়েন্টি বিশ্বকাপ। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে আইসিসি। সেই বৈঠকেই সরকারি ভাবে সিলমোহর পড়তে চলেছে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ব্যাপারটিতে। মনে করা হচ্ছে দুই বছর পিছিয়ে যেতে পারে এই মেগা টুর্নামেন্ট।

আগামীকাল টেলকনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠকে বসতে চলেছে আইসিসি। সেই বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে প্রতিনিধিত্ব করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এই টুর্নামেন্ট হওয়ার ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু করোনা ভাইরাসের জন্য এই টুর্নামেন্ট পিছিয়ে হতে পারে 2022 সালে। কারণ পরের বছর অর্থাৎ 2021 সালে ভারতের মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে সেটা নির্ধারিত সূচী মেনেই হবে বলে জানিয়ে আইসিসি।

2091991266eb5b78f8fbef00188ad4c33ba1d541e463a283e788dcd664ee3a4fb2e2dfc96

যদি করোনার কারনে টিটোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে অক্টোবর মাসে হতে পারে আইপিএল এমনই সম্ভবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে করোনা পরবর্তী সময়ে আইপিএলের হাত ধরেই ভারতে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর