বাংলাহান্ট ডেস্কঃ তাঁর নামে কেউ তাকে চিনবে না। কিন্তু পুরো ঘটনা শুনলে সবাই তাকে চিনবে। নাম হরিশচন্দ্র শ্রীবর্ধনকর (Harishchandra Srivardhanakar)। তাঁর নাম বললে হয়ত কেউ চিনবে না। কিন্তু চিনবে একটি ঘটনার কথা বললে। মুম্বইয়ে (Mumbai) ২৬/১১ হামলার ঘটনা। যে হামলার পরবর্তীতে বিচার চলাকালীন এই তৎকালীন সরকারি চাকুরিজীবী চিনিয়ে দিয়েছিলেন হামলার মূল অভিযুক্ত আজমল কাসভকে (Ajmal Kasav)। ভারতের (india) সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সেই বীর সৈনিক প্রয়াত হলেন নিতান্ত অবহেলায়। গত মঙ্গলবার নিজের তাঁর প্রয়াত হওয়ার খবর পৌঁছতে পৌঁছতে সময় লেগে গেল অনেকটাই।
তখন তিনি সরকারি কর্মী। মুম্বই হামলার মধ্যে পড়ে গিয়েছিলেন। আজমল কাসভ ও তার সঙ্গীদের গুলি লেগেছিল তাঁর শরীরে। খালি হাতে অফিসের ব্যাগ নিয়ে তিনি সাহস করে হাতাহাতিও করেছিলেন জঙ্গিদের সঙ্গে। সেই শ্রীবর্ধনকর (Srivardhana) গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর যে বিশেষ আদালতে আজমল কাসভের বিচার চলছিল, সেখানে সাক্ষী দিতে হাজির হন। তিনিই চিনিয়ে দেন জঙ্গিকে।
তারপর খবর প্রকাশিত হয় শ্রীবর্ধনকরকে এতদিন পরে আর মনে নেই কারওর। রাস্তার ধারে ফুটপাতে পড়ে আছেন তিনি। কিন্তু তাঁকে। তার কয়েকদিন পর পরিবারের সঙ্গে মিলিত হন তিনি। পরিবার জানায়, দু’মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার পুলিশে অভিযোগও দায়ের করেছিল।