পাকিস্তানে করোনা আক্রান্তদের খুঁজবে এবার ISI সংগঠন, বড়ো ঘোষণা ইমরান সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran khan) বিভিন্ন সময় বিভিন্ন রকম আজব সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। তবে এবার সবকিছুর উর্দ্ধে গিয়ে তিনি Inter-Services Intelligence (ISI) সংগঠনকে করোনা আক্রান্ত ব্যক্তিদের খুঁজে বের করার দায়িত্ব দিলেন।

সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে, ভারতে আতঙ্কবাদ সৃষ্টি করতে যে গোষ্ঠী সর্বদা প্রস্তুত থাকে, এবার সেই গোষ্ঠীর উপর দিল এক বড় দায়িত্ব। পাকিস্তানি সংবাদপত্র ‘ডন’ এবং অন্যান্য সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায়, এই কাজের জন্য ইমরান খান এক বড় ঘোষণাও করেছেন।

A secret communication between BNP and ISI

করোনা আক্রান্তদের ধরবে ISI সংগঠন
করোনা আক্রান্ত ব্যক্তিদের খুঁজে বের করতে এক কৌশলও বের করল ISI সংগঠন। আতঙ্কবাদ সৃষ্টি করতে, আতঙ্ক ছড়ানোর ছক কষতে এবং নিজ সম্প্রদায়ভুক্ত আতঙ্কবাদীদের রক্ষা করতে, ISI সংগঠন যে ট্র্যাকিং সিস্টেমের ব্যবহার করে, এবার সেই পদ্ধতিতেই ধরবে করোনা সংক্রমিতদের। অর্থাৎ, পাকিস্তানের আতঙ্কবাদ সংস্থা তাঁদের গোপন আতঙ্কবাদ সৃষ্টির পদ্ধতি ব্যবহার করে করোনা আক্রান্তদের খুঁজে বের করবে।

ব্যবহার হবে আতঙ্কবাদীদের খুঁজে বের করার সিস্টেম
এই পদ্ধতি সাধারণত ISI সংগঠন তাঁদের আতঙ্কবাদ সৃষ্টির ক্ষেত্রে আতঙ্কবাদীদের লোকেশন ট্র্যাক করতে ব্যবহার করে। কিন্তু এবার পাক সরকার ইমরান খান এই পদ্ধতির ব্যবহার করে করোনা সংক্রমিত এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করতে ব্যবহার করবে। সরকারের সম্মতি প্রাপ্ত হয়েও সন্ত্রাস সৃষ্টিকারী এই দল তাঁদের কাজ শুরু করে দিয়েছে।

pak Pakistan PM Imran Khan 13oct 2019 afp 1

লকডাউনে নারাজ ইমরান খান
শোনা যাচ্ছে, ISI সংগঠন করোনা আক্রান্ত ব্যক্তিদের খোঁজার জন্য আতঙ্কবাদ ছড়ানোর পদ্ধতি ফোন মনিটরিং সিস্টেমের ব্যবহার করছে। এটাই প্রথমবার নয়, যে ইমরান সরকার এই উৎপটাং সিদ্ধান্ত নিচ্ছেন। এর আগেও করোনা মহামারির থেকে রক্ষা পাওয়ার জন্য যখন সমগ্র বিশ্বে লকডাউন চলছিল, তখন মুষড়ে পড়া অর্থনীতির দোহাই দিয়ে পাকিস্তানে কোন প্রকার লকডাউন জারী করা হয়নি। কিন্তু শেষে যখন পাক সেনাবাহিনীতে করোনা হানা পড়ল, তখন বাধ্য হয়ে লকডাউন ঘোষণা করল পাক সরকার। কিন্তু তিনি সম্পূর্ণ লকডাউনের পুরোপুরি বিরোধিতা করে জানান, কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে একবার দিন আনে দিন খাওয়া মানুষদের কথা চিন্তা করতে হয়।

Smita Hari

সম্পর্কিত খবর