বাংলাহান্ট ডেস্ক: বয়স ১০৩, সারা মুখে ভিড় করেছে অজস্র বলিরেখা। ছোট্টখাট্ট শরীরটা করোনার (corona) কব্জায় আরও যেন বিছানার সঙ্গে মিশেই গিয়েছে। এই বয়সে কিভাবে এই মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করবেন তিনি সেই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল সবার মনে। কিন্তু তিনি যুদ্ধ করলেন এবং জয়ীও হলেন। আর যুদ্ধ জিতেই উদযাপন করলেন বিয়ারে (beer) চুমুক দিয়ে। তাও আবার হাসপাতালের বেডে শুয়েই।
ম্যাসাচুসেটসের জেনি স্টেনা অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। পরে জানা যায় তিনি করোনা আক্রান্ত। মাত্র তিন সপ্তাহ পরেই সুস্থ হয়ে ওঠেন জেনি। ওই হাসপাতালে জেনিই প্রথম যিনি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
জেনি সুস্থ হয়ে ওঠার পর চিকিৎসকরা জানতে চান কি খেতে চান তিনি। উত্তরে জেনি তাঁর প্রিয় বিয়ার এনে দিতে বলেন। হাসপাতালের বেডে শুয়ে নিজেই বিয়ার খুলে তাতে চুমুক দেন জেনি। সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বৃদ্ধাকে। এই বয়সেও যে যথেষ্ট মনের জোর রয়েছে তাঁর সেজন্য কুর্নিশ জানিয়েছে নেটজনতা।
https://twitter.com/paulsen_craig/status/1265777596228186112?s=19
তবে চিকিৎসা চলার মাঝে অবস্থার অবনতিও হয়েছিল জেনির। এমনকি তাঁর পরিবারের লোকজনদের বলা হয়েছিল তাঁকে শেষ দেখা দেখে যেতে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে অবাক করে জয়ের হাসি হাসেন জেনিই।