বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমের শহর গুলি যখন ৪৬ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে তখন কলকাতা মোটের ওপর মনোরমই। গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ সামান্য হলেও পরিবর্তন ঘটছে তাপমাত্রার পারদে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে তেমন গরম নেই তিলোত্তমায়।
আমফান ও পরবর্তী উপর্যুপরি বৃষ্টির কারনেই বাংলার তাপমাত্রা মোটের ওপর মনোরম। পূবালী ও দক্ষিণী হওয়ার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে ফলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলির পাশাপাশি বীরভূম ও মালদহেও শুরু হয়ে গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
অন্যদিকে, মঙ্গলবার রাজস্থানে চুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে উষ্ণতা ৪৭ ডিগ্রির বেশী। গত ৫ দিন ধরে উত্তর ও মধ্য ভারতের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ৪৭ ডিগ্রির উপরে রয়েছে। পূর্বাভাস আরো এক সপ্তাহ এই গরম থাকবে।
পূর্বাভাস, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় সহ একধিক জায়গার পারদ চড়বে হুহু করে। ৬.৫ ডিগ্রিরও বেশী বাড়বে পারদ। গঙ্গানগর, আগরা, ঝাঁসি, খাজুরাহো, নাগপুর, অকোলা, গোয়ালিয়ার, পালাম, দিল্লিতে পারদ চড়বে অনেকটাই। এছাড়াও বিলাসপুর, রায়পুর, মেডাক, হায়দরাবাদ, চন্ডিগড়ে থাকবে প্রবল তাপমাত্রা। সব মিলিয়ে এই ক্রমাগত বৃষ্টি এখনো পর্যন্ত সূর্যের সামনে বাংলার ঢাল হয়ে রয়েছে।