Unlock: তিন ভাগে খোলা হবে লকডাউন, নতুন গাইডলাইন্স জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

বাংলা হান্ট ডেস্কঃ ৬৪ দিনের লকডাউনের পর এবার দেশে পরিকল্পনা মাফিক আনলক (Unlock) শুরু হবে। লকডাউন বাড়ানো হয়েছে। ১লা জুন থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত লকডাউন লাগু করা হয়েছে। আর এই সময়ে কন্টেনমেন্ট জোনের বাইরে অনেক সুবিধাই পরিকল্পনা মাফিক করা হবে।

কেন্দ্র সরকার আনলকের জন্য তিন দফার পরিকল্পনা বানিয়েছে। প্রথম দফায় ৮ জুনের পর হোটেল, রেস্তোরাঁ, শপিং মল আর ধার্মিক স্থল গুলো শর্তসাপেক্ষ ভাবে খুলবে। স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত রাজ্য সরকার দ্বারা নেওয়া হবে। আরেকদিকে, আন্তর্জাতিক বিমান শুরু করা আর সিনেমা হল গুলো খোলা নিয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রথম দফাঃ সার্বজনীন স্থান ধার্মিক স্থল, হোটেল, রেস্তোরাঁ আর অন্য আতিথ্য সেবা এবং শুপিং মল গুলোকে আট জুন ২০২০ থেকে খোলার অনুমতি দেওয়া হবে। সরকার এই নিয়ে দিশা নির্দেশ জারি করবে।

দ্বিতীয় দফাঃ স্কুল, কলেজ, শিক্ষণীয় প্রতিষ্ঠা রাজ্য আর কেন্দ্র শাসিত প্রদেশ গুলোর সাথে আলোচনার পর খোলা হবে।

তৃতীয় দফাঃ আন্তর্জাতিক বিমান পরিষেবা, মেট্রো রেলের সঞ্চালন, সিনেমা হল, ব্যামশালা, সুইমিং পুল, মনোরঞ্জন পার্ক কবে খোলা হবে সেটা নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর