বাংলা হান্ট ডেস্ক: সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তাঁরা। ভেবেছিলেন পাকিস্তানের থেকে এই দেশে ভালোভাবে জীবন যাপন করবেন। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে পরিণত হলো না। পথেই জৈসলমেরের থর মরুভূমিতে প্রাণ হারালেন পাক (Pakistan) দম্পতি। স্থানীয় সূত্র থেকে খবর পেয়ে শনিবার মরুভূমি থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। মৃত পাক দম্পতির নাম রবি কুমার, বয়স (১৭) ও শান্তি বাই বয়স (১৫)
কীভাবে মৃত্যু হল পাক (Pakistan) দম্পতির?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনের কাছ থেকে মিলেছে পাকিস্তানি (Pakistan) নাগরিকের প্রমাণপত্র। কিন্তু ভারতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা ছিল না কারও কাছেই। তদন্তে আরও জানা গিয়েছে, এই দম্পতি পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। মাস চার আগে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার মিরপুরের মাথেলোয় বিয়ে হয় রবি এবং শান্তির। বিয়ের পর থেকে ভালভাবে জীবনধারণের জন্য ভারতে আসতে চেয়েছিলেন তাঁরা। ভিসার জন্য আবেদনও করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত-পাক উত্তেজনার কারণে তাঁদের ভিসার আবেদন বাতিল হয়।
তাহলে কেন এমন সীদ্ধান্ত নিলেন ওই দম্পতি? এই বিষয়ে মৃতের বাবা এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভারতে গিয়ে শান্তিতে থাকতে পারবেন এই আশায় চারমাস আগে বিয়ের পরপরই ভিসার জন্য আবেদন করেন তাঁরা। কিন্তু ভিসা মেলেনি। তখন তাঁরা সিদ্ধান্ত নেন গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করবেন। সেই মতো সীমান্ত এলাকায় এসে নির্জন এলাকা দিয়ে ভারতে ঢুকে পড়েন।
কিছুদিন ভারতীয় ভূখণ্ডে হাঁটার পর তাঁরা সম্ভবত বুঝতে পারেন বড় বিপদে পড়েছেন। চারধারে মরুভূমি। কোন দিকে ভারত আর কোন দিকে পাকিস্তান (Pakistan) তখন আর বোঝার উপায় ছিল না তাঁদের। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, নব দম্পতির দেহের পাশে একটি জ্যারিকেন পেয়েছেন তাঁরা। সম্ভবত পাকিস্তান থেকে পানীয় জল সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন দু’জনে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! জুলাই মাসে ১৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা
একটা সময় জল শেষ হয়ে যায়। খাবার কিনে খাওয়ার সুযোগও ছিল না। ধরা পড়ে যাওয়ার ভয়ে তাঁরা বুঝতে পারেননি কোন দিকটা নিরাপদ। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, দেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই তাঁদের মৃত্যুর কারণ জানা যাবে।