Ekchokho.com 🇮🇳

ভারতকে এড়িয়ে পাক নায়িকার সঙ্গে অভিনয়, দিলজিতের পাশে দাঁড়িয়ে ভারতীয়দেরই বিঁধলেন নাসিরউদ্দিন

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় আপামর জনসাধারণের ক্ষোভ চড়া রয়েছে। দেশের মানুষের বিপরীতে গিয়ে পাকিস্তানের মেয়ের সঙ্গে ছবিতে অভিনয় করে যখন গোটা দেশকে চটিয়ে তুলেছেন দিলজিৎ (Diljit Dosanjh) তখনই তাঁর হয়ে মুখ খুললেন নাসিরউদ্দিন শাহ। নতুন ছবি এবং চলতে থাকা ট্রোল নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তিনি।

দিলজিতের (Diljit Dosanjh) পাশে দাঁড়ালেন নাসিরউদ্দিন

সোশ্যাল মিডিয়ায় দিলজিতের (Diljit Dosanjh) হয়ে সুর চড়িয়ে নাসিরউদ্দিন বলেন, তিনি দিলজিতের পাশে রয়েছেন। কারণ এই ছবির কাস্টিং তিনি করেননি। করেছেন পরিচালক। অথচ পরিচালক কে তা কেউ জানে না। কিন্তু দিলজিৎকে (Diljit Dosanjh) সমগ্র বিশ্ব চেনে। শিল্পে ঘৃণার স্থান নেই। তিনি আরো বলেছেন, এর থেকেই বোঝা যায় জনপ্রিয় ব্যক্তিরাই রোষের শিকার হন বেশিরভাগ সময়।

Naseerudin shah stands with diljit dosanjh

কী নিয়ে অভিযোগ: দিলজিতের (Diljit Dosanjh) নতুন ছবিতে নায়িকা হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর তাতেই ক্ষোভের পারদ চড়ছে বলিউডে। পহেলগাঁও হামলা, দুই দেশের মধ্যে সংঘাতের পরেও কী করে ওই দেশের শিল্পীর সঙ্গে কাজ করলেন দিলজিৎ (Diljit Dosanjh)? প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

আরো পড়ুন : সৌন্দর্যের হাতছানিই কাল হল, এই কারণেই মাত্র ৪২-এ মৃত্যু শেফালির! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

পাক শিল্পীদের প্রবেশ নিষেধ: একসময় বলিউডে পাকিস্তানি শিল্পীদের যথেষ্ট খাতির ছিল। কিন্তু পুলওয়ামার ঘটনার পরেই তাঁদের ভারতে কাজ করায় জারি হয় নিষেধাজ্ঞা। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছিল। ফাওয়াদ খানও আবার কামব্যাকের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পহেলগাঁও হামলা তাঁর কামব্যাক আটকে দেয়।

আরো পড়ুন : নতুন ফন্দি আঁটছে চিন-পাকিস্তান! ভারতের পড়শিদের একত্র করে…..সামনে এল “প্ল্যান”

বর্তমানে ভারতের ববিনোদুনিয়াতেএকরকম ‘নিষিদ্ধ’ হয়েছে পাকিস্তান। এরপরেও কারোর আপত্তিকে তোয়াক্কা না করেই পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ছবিতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। এমনকি ভারতকে এড়িয়ে ছবি রিলিজ করেছেন পাকিস্তানে। তার জেরেই ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে।