বাংলা হান্ট ডেস্কঃ লকডাউন ৪ এর পর প্রায় ২৩০ টি ট্রেন চালানোর জন্য ভারতীয় রেলওয়ে (Indian Railways) কোমর বেঁধে নেমেছে। এই নতুন ট্রেন গুলো ছাড়া প্রথম থেকে চলা ৩০ টি ট্রেনও চলবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল, রিববার সকাল আটটা থেকে চার মাস আগেই অ্যাডভান্স টিকিট বুক করাতে পারবেন।
এর সাথে সাথে তৎকাল কোটার অন্তর্গত বুকিং শুরু করে দেওয়া হবে। ভারতীয় রেল টিকিটের অ্যাডভান্স বুকিং এর নিয়মে বদল এনেছে। রবিবার থেকে এই নিয়ম লাগু হবে।
লকডাউনে ৩০ দিন আগেই টিকিট বুকিং এর সুবিধা দিয়েছিল। কিন্তু এবার এটিকে বাড়িয়ে ১২০ দিন করে দিয়েছে। রবিবার থেকে শুধু একমাস আগে থেকে অ্যাডভান্স টিকিটের নিয়মে বদল আনা হচ্ছে।
২৩০ টি স্পেশ্যাল ট্রেনে যাত্রার জন্য অনলাইন টিকিট বুকিং এর সাথে সাথে দেশজুড়ে দুই লক্ষের বেশি কমন সার্ভিস সেন্টার, যাত্রী সুবিধা কেন্দ্র, পস্ট অফিস থেকে টিকিট বুকিং করা হবে। করোনার কারণে ট্রেনের সাথে সাথে পার্সেল ভ্যান যাচ্ছিল না, এবার এই কোচও ট্রেনের সাথে যুক্ত করা হবে।