বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে যে, সোপোর পুলিশ (Sopore Police) কুপওয়ারা রোডে শাঙ্গেরগুন্ডে লস্করের (Lashkar-e-Taiba) তিন জঙ্গিকে গ্রেফতার করেছে। ওই জঙ্গিদের নাম হল মুশতাক আহমেদ মীর, মুদাসির আহমেদ মীর আর আতহর শামস মীর।
জম্মু কাশ্মীর পুলিশ এও জানায় যে, ওই জঙ্গিদের কাছ থেকে হাতিয়ার আর বিস্ফোটক উদ্ধার হয়েছে। পুলিশ জানায় ওই জঙ্গিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর তদন্ত জারি আছে।
এর আগে শনিবারের সকালে জম্মু কাশ্মীরের কুলগাঁম জেলায় শনিবার সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছিল। সেনার এই এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়। পুলিশ জানায় যে, মৃত দুই জঙ্গি হিজবুল মুজাহিদ্দিন এর সদস্য ছিল। পুলিশের এক আধিকারিক জানান, দক্ষিণ কাশ্মীর জেলার বানপুরা এলাকার জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গেছিল। এরপর সেনা আর পুলিশ সংযুক্ত অভিযান চালিয়ে এনকাউন্টার শুরু করে।
আধিকারিকরা জানান, জঙ্গিরা প্রথমে সেনার উপর গুলি চালায় এরপর সেনাও জবাবি পদক্ষেপ নেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ আর ভারতীয় সেনা সংযুক্ত অভিযান চালিয়ে ওই জঙ্গিদের খতম করে।