Ekchokho.com 🇮🇳

মেলেনি বকেয়া DA, আর অপেক্ষা না করে এ বার বড় পদক্ষেপ সরকারি কর্মীদের, সমস্যায় রাজ্য!

Published on:

Due to non-payment of outstanding DA Pen Down programs Coordination Committee announces

বাংলা হান্ট ডেস্ক: সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতা ১৬ মে ২০২৫ রাজ্যের বকেয়া ডিএ-র বিষয়ে একটি রায় দেন। কিন্তু রাজ্য সরকার নির্দিষ্ট দিনের মধ্যে বকেয়া ডিএ-র টাকা দিতে না পারায় এবার আসরে নামল রাজ্য কো- অর্ডিনেশন কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে কর্মচারীদের বকেয়া ডিএ (DA Protest) মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে ধর্মঘট এবং ‘পেন ডাউন’ কর্মসূচির সিদ্ধান্ত নিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। সোমবার একটি বিবৃতির মাধ্যমে সে কথা জানানো হয়েছে।

নবান্নকে চাপ কো- অর্ডিনেশন কমিটির (DA Protest)

সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহ আগে রাজ্য সরকারি ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার রায় দিয়েছিল। সেই রায়ের সময়সীমা শুক্রবার শেষ হয়েছে। এরপরই, সুপ্রিম কোর্টে রাজ্য জানায়, বর্তমানে তাদের আর্থিক সংকট রয়েছে। যার ফলে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। এমনকি এই বিষয়ে, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার করার আর্জি জানায় রাজ্য।

বকেয়া ডিএ না পাওয়ায় , এবার রাজ্যের সব কর্মী সংগঠন নিজেদের মতো করে আন্দোলনের নামার সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখে জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত না এলে তাঁরা আদালতে মামলা করবে।এই প্রসঙ্গে আগামী ৯ জুলাই কো -অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সহ সিপিএম সমর্থিত রাজ্য সরকারের কর্মচারীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এমনকি আগামী ৪ জুলাই তাঁরা ‘পেন ডাউন’ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে। এই ‘পেন ডাউন’ কর্মসূচির একটি নির্দেশিকা জারি করেছেন তাঁরা।

‘পেন ডাউন’ কর্মসূচির একটি নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন প্রাপ্ত সমস্ত অংশের শিক্ষক ও কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ও রিলিফ প্রদানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার কর্মচারীদের অধিকারকে উপেক্ষা করছে। যার কারনবশত, আগামী ৯ জুলাই ধর্মঘট করবে বলে জানান তাঁরা।

Due to non-payment of outstanding DA Pen Down programs Coordination Committee announces

আরো পড়ুন: শেষ হয়ে যাচ্ছে জলসার এই জনপ্রিয় ধারাবাহিক! হয়ে গেল অন্তিম পর্বের শ্যুটিং, মন খারাপ দর্শকদের

পাশাপাশি এই ধর্মঘটের আগে , আগামী ৪ জুলাই দু’ঘণ্টার জন্য ‘পেন ডাউন’ কর্মসূচির বিষয়েও উল্লেখ করা আছে ওই নির্দেশিকায়। শুধু তাই নয়, এই আন্দোলনের কর্মসূচিকে ঐক্যবদ্ধ করতে আগামী ১ জুলাই বিকেল সাড়ে ৫টা নাগাদ শহিদ মিনারে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।