Ekchokho.com 🇮🇳

FIR বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ, শুনানি কবে?

Published on:

Kartik Maharaj goes to Calcutta High Court

বাংলা হান্ট ডেস্কঃ কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। প্রতিশ্রুতি দিয়ে সহবাস থেকে শুরু করে প্রতারণা, এমনকি জোর করে গর্ভপাতের মতো গুরুতর অভিযোগ এনেছেন একজন মহিলা। সেই সূত্রে ১ জুলাই তথা আজ তাঁকে থানায় হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ (West Bengal Police)। তবে তার আগেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কার্তিক মহারাজ।

এফআইআর বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে (Calcutta High Court) কার্তিক মহারাজ

গত বৃহস্পতিবার রাতে কার্তিক মহারাজের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেন এক মহিলা। তাঁর কথায়, ২০১৩ সালে তাঁকে কাজের প্রতিশ্রুতি দিয়ে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চাণক্য অঞ্চলের এক আশ্রমের প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন কার্তিক মহারাজ। সেখানে তাঁকে শিক্ষিকার পদে চাকরি দেওয়ার পাশাপাশি স্কুলে থাকার জন্য একটি ঘর দেওয়া হয়।

অভিযোগকারিণীর দাবি, এক রাতে আচমকাই সেখানে হাজির হয়েছিলেন কার্তিক মহারাজ। তাঁকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। অভিযোগকারিণী মহিলার দাবি, বাধ্য হয়ে সেটা মেনে নিয়েছিলেন তিনি। এরপর একাধিকবার তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘সামান্য ঘটনা ঘটেছে, সেটা নিয়ে হুড়োহুড়ি’! কসবা কাণ্ডের আবহে বেফাঁস মমতার মন্ত্রী

অভিযোগকারিণীর দাবি, এর ফলে গর্ভবতী হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাতও করানো হয়েছিল। এসব অভিযোগ তুলে কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। প্রতিশ্রুতি দিয়ে সহবাস থেকে শুরু করে প্রতারণা, এমনকি জোর করে গর্ভপাতের মতো গুরুতর অভিযোগে এফআইআর দায়ের করা হয়।

সেই জন্য আজ তাঁকে থানায় হাজিরা দিতে বলেছিল নবগ্রাম থানার পুলিশ। তবে তার আগেই হাইকোর্টের দ্বারস্থ হন কার্তিক মহারাজ। এফআইআর বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর (Justice Jay Sengupta) এজলাসে মামলার শুনানি হবে।

Calcutta High Court

এদিকে আগেই অভিযোগকারিণীর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কার্তিক মহারাজ। তাঁর কথায়, সন্ন্যাসীদের জীবনে এই ধরণের বাধাবিপত্তি আসে। এটা অপ্রত্যাশিত নয়। পাল্টা ইচ্ছাকৃতভাবে সাধুসন্তদের আক্রমণের অভিযোগও এনেছেন তিনি।

কার্তিক মহারাজের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ ওঠার পর প্রচুর জলঘোলা হয়েছে। এবার এই ইস্যু হাইকোর্ট (Calcutta High Court) অবধি পৌঁছল। উচ্চ আদালতে আগামীকাল কী হয় সেটাই দেখার।