বাংলা হান্ট ডেস্কঃ কসবা কাণ্ড (Kasba Rape Incident) নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই ঘটনার মূল অভিযুক্ত ‘গুণধর’ মনোজিৎ মিশ্রের (Monojit Mishra) নানান কীর্তি ইতিমধ্যেই সামনে এসেছে। যা শুনে কার্যত শিউরে উঠছেন অনেকেই। কলেজ ক্যাম্পাসে তাঁর ‘দাপট’, ‘দাদাগিরি’র কথাও ফাঁস করেছেন বহু ছাত্রছাত্রী। অভিযোগ উঠছে, বিকৃত কামে আসক্ত ছিল এই যুবক। এদিকে এই সকল দাবি ফুৎকারে উড়িয়ে এ দিন মনোজিৎ নির্দোষ বলে জোর গলায় দাবি করলেন তার আইনজীবী।
মনোজিৎ নির্দোষ বলে দাবি আইনজীবীর | Kasba Rape Incident
মনোজিৎ মিশ্রের আইনজীবী রাজু গাঙ্গুলি এ দিন বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র, ওঁকে ফাঁসানো হয়েছে।’ তিনি বলেন, ‘মনোজিতের ঘাড়ে লাভ বাইট পাওয়া গেছে। নির্যাতনের কোনো ভিডিও নেই, প্রসিকিউশন সব কিছু লোকাচ্ছে। নির্যাতনের কোনো ভিডিও নেই, লাভ বাইট গলায় থাকলে কী ভিডিও থাকতে পারে বলুন।’
আইনজীবীর আরও বলেন, ‘যিনি নির্যাতিতা, তার ফোন সিজ হয়েছে কী না, তার ফোনের সব কিছু দেখা হয়েছে কী না তা আমি মাননীয় বিচারকের কাছে জানতে চেয়ে আবেদন করেছিলাম।’ নির্যাতিতা মিথ্যা কথা বলছে বলে সাফ দাবি করেন অভিযুক্তের আইনজীবী।
আরও পড়ুন: শেষ হয়ে যাচ্ছে জলসার এই জনপ্রিয় ধারাবাহিক! হয়ে গেল অন্তিম পর্বের শ্যুটিং, মন খারাপ দর্শকদের
তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটেছে রাত সাড়ে দশটায়। পরের দিন ৪. ৪৫ এ উনি অভিযোগ করলেন। আশা করি তারও কিছু সময় পর মেডিক্যাল হয়েছে ওনার। একটা মহিলা ওই সময়ে একবারও ওয়াশরুম যাননি বা ক্লিন করে নি? ভিক্টিমের শ্বাস-প্রশ্বাসের সমস্যা আগে থেকেই রয়েছে। ইনহেলার সমস্যা- হিউম্যান নেচার।’ ভিক্টিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘আমার মক্কেল ধর্ষণ করেনি।’
গত সপ্তাহে কসবার ল’কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে মনোজিৎ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজন গ্রেফতার হয়েছেন। এর মধ্যে মনোজিৎ মিশ্র টিএমসিপির (TMCP) প্রাক্তন নেতা। সূত্রের দাবি, এই মনোজিতের বিরুদ্ধে ২০-রও বেশি মামলা রয়েছে। তবে তার আইনজীবীর দাবি মনোজিৎ সম্পূর্ণ নির্দোষ।