Ekchokho.com 🇮🇳

মিউচুয়াল ফান্ডের জগতে ঝড় তুললেন আম্বানি, লঞ্চ হল নতুন স্কিম

Published on:

Published on:

Mukesh Ambani shows his dominance in world of mutual fund.

বাংলা হান্ট ডেস্ক: দেশের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি আবারও ফাইন্যান্সিয়াল মার্কেটে আলোড়ন তুলতে প্রস্তুত। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আম্বানির কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্ল্যাকরকের সঙ্গে সহযোগিতায় একটি নতুন মিউচুয়াল ফান্ড (Mutual Fund) লঞ্চ করেছে। যার নাম জিও ব্ল্যাকরক ওভারনাইট ফান্ড। এই ফান্ডের নিউ ফান্ড অফার (NFO) বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এমতাবস্থায়, বিনিয়োগকারীরা আগামী ২ জুলাই ২০২৫ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তাই, আপনি যদি কম ঝুঁকি নিয়ে স্বল্পমেয়াদে নিয়মিত আয় চান, সেক্ষেত্রে এই স্কিমটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।

মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) জগতে ঝড় তুললেন আম্বানি:

জিও ব্ল্যাকরক ওভারনাইট ফান্ড কী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এটি একটি ওপেন-এন্ডেড ডেবট স্কিম যা ওভারনাইট সিকিউরিটিজ বা ডেবট এবং মানি মার্কেট ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করে। যা পরবর্তী ব্যবসায়িক দিনে ম্যাচিওর হয়। এর মানে হল এই ফান্ড (Mutual Fund) আপনার অর্থ মাত্র একদিনের জন্য বিনিয়োগ করে। যা সুদের হারের ঝুঁকি এবং ঋণ ঝুঁকি উভয়ই খুব কম রাখে। এই স্কিমের লক্ষ্য হল বিনিয়োগকারীদের স্বল্পমেয়াদে নিয়মিত আয় প্রদান করা। যা ওভারনাইট কল রেট অনুযায়ী রিটার্ন দিতে পারে।

Mukesh Ambani shows his dominance in world of mutual fund.

কারা বিনিয়োগ করতে পারবেন: এই ফান্ডটি (Mutual Fund) সেইসব বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে ভালো হিসেবে বিবেচিত হয় যাঁরা স্বল্পমেয়াদী রিটার্ন চান এবং কম ঝুঁকিতে তাদের অর্থ নিরাপদ রাখেতে চান। এর পাশাপাশি, যদি আপনি আপনার অতিরিক্ত অর্থ এক বা দুই দিনের জন্য কোথাও বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রেও এই ফান্ড আপনার জন্য উপযুক্ত হতে পারে। এই ফান্ডে বিনিয়োগের ঝুঁকি কম। যেমনটি এর রিস্কোমিটারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: এবার খেলাধুলাতেও সাফল্যের শিখরে পৌঁছবে ভারত! লক্ষ্য নির্ধারণ করে বড় পদক্ষেপ নিল মোদী সরকার

ন্যূনতম বিনিয়োগ এবং SIP ডিটেলস: আপনি ন্যূনতম 500 টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। এর পরে, আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন। আপনি যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) বেছে নিতে চান, সেক্ষেত্রে আপনি উইকলি, মান্থলি বা কোয়াটারলি SIP-র জন্য সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে শুরু করতে পারেন। যাতে কমপক্ষে ৬ টি কিস্তিতে অর্থ জমা করতে হয়। আরও একটি ভালো দিক হল এই ফান্ডে (Mutual Fund) কোনও এক্সিট লোড নেই। অর্থাৎ, আপনি যখনই চান আপনার টাকা তুলতে পারবেন।

আরও পড়ুন: বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও হু হু করে এগোলো ভারতের এই সেক্টর! সামনে এল অবিশ্বাস্য পরিসংখ্যান

ফান্ড ম্যানেজমেন্ট এবং বেঞ্চমার্ক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ফান্ডটি (Mutual Fund) অরুণ রামচন্দ্রন থেকে শুরু করে বিক্রান্ত মেহতা এবং সিদ্ধার্থ দেবের মতো অভিজ্ঞ ফাঁদ ম্যানেজার দ্বারা পরিচালিত হবে। এর বেঞ্চমার্ক হল নিফটি 1D রেট ইনডেক্স। যার ভিত্তিতে এর পারফরম্যান্স পরিমাপ করা হবে। এই ফান্ডে সম্পূর্ণ অ্যাসেটস ওখানে নাইট ম্যাচুরিটি যুক্ত ডেবট সিকিউরিটিজ এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট-এ বিনিয়োগ করবে। যদি সিকিউরিটিজের ডেইলি পুট এবং কল বিকল্প থাকে, সেক্ষেত্রে ম্যাচুরিটিও পরবর্তী বিজনেস ডে পর্যন্ত হবে।

সতর্কীকরণ: এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা। বাংলা হান্ট কোনও ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দেয় না। বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।