Ekchokho.com 🇮🇳

নতুন মোড়ে বাম্পার চমক! আরশির চিন্তা বাড়িয়ে নয়া ভিলেনের এন্ট্রি ‘তুই আমার হিরো’তে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ধীরে ধীরে জমতে শুরু করেছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকটি (Serial)। এই সিরিয়ালের হাত ধরেই দেশ অনেকে অভিনয় জগতে কামব্যাক করেছেন। প্রথম দিকে রুবেল দাস এবং মোহনা মাইতির জুটি তেমন দর্শক মহলে ছাপ না ফেললেও এখন ধীরে ধীরে বাড়ছে টিআরপি।

তুই আমার হিরো সিরিয়ালে (Serial) আসছে বড় চমক

কিছুদিন আগেই সিরিয়ালে (Serial) বড় পরিবর্তন হয়েছে। বদলে গিয়েছে তুই আমার হিরো সিরিয়ালে (Serial) খলনায়িকা মধুবনীর চরিত্রটি। এতদিন এই চরিত্রে দেখা যেত অভিনেত্রী ঋতুপর্ণা দত্তকে। কিন্তু এই ধারাবাহিকে আর দেখা যাবে না তাঁকে। তাঁর বদলে নতুন মধুবনী হয়ে এসেছেন অভিনেত্রী শার্লি মোদক। আর এবার আসছে আবারও বড় চমক।

New twist coming in tui amar hero serial

কী চলছে সিরিয়ালে: সিরিয়ালে পা রাখতে চলেছে আরেকটি নতুন চরিত্র। বর্তমানে গল্পে দেখানো হচ্ছে, আরশিকে ফাঁসানোর জন্য নিত্যনতুন ফন্দি আঁটছে মধুবনী। আর এবার আরশিকে ফাঁসাতেই নন্দিনী নামের একজনের সঙ্গে হাত মেলাতে দেখা যায় মধুবনীকে। এই নতুন চরিত্রে দেখা যাবে ডালিয়া ঘোষকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নিজের চরিত্রের জন্য শুটিং শুরু করে দিয়েছেন তিনি।

আরো পড়ুন : মিউচুয়াল ফান্ডের জগতে ঝড় তুললেন আম্বানি, লঞ্চ হল নতুন স্কিম

কী নিয়ে গল্প: সবে কয়েক মাস হল জি বাংলার পর্দায় পথচলা শুরু করেছে ”তুই আমার হিরো’ (Serial)। সুপারস্টার শাক্যজিৎ এবং এক সাধারণ মেয়ৈ আরশির গল্প তুলে ধরছে এই সিরিয়াল। গল্পের শুরুতে দেখানো হয়েছে, মধুবনীর প্ল্যানে সায় দিয়ে আরশিকে বিয়ে করেন শাক্যজিৎ। যদিও তা পুরোটাই ভাঁওতা। সবার সামনে সুখী জুটি হিসেবে ধরা দিলেও আদতে ছয় মাসের জন্য চুক্তির বিয়েতে রাজি হয় আরশি। তবে এখন দুজনকেই দেখা যায় পরস্পরের পাশে দাঁড়াতে।

আরো পড়ুন : এবার খেলাধুলাতেও সাফল্যের শিখরে পৌঁছবে ভারত! লক্ষ্য নির্ধারণ করে বড় পদক্ষেপ নিল মোদী সরকার

প্রসঙ্গত, প্রথম থেকেই ভালো টিআরপি তুলছে তুই আমার হিরো। বিপরীতে স্টার জলসার ‘তেঁতুলপাতা’র থেকে এ সপ্তাহেও স্লট ছিনিয়ে নিয়েছে ধারাবাহিকটি। সদ্য শুরু হওয়ায় গল্প ধীরে ধীরে জমতে শুরু করেছে। আগামীতে সিরিয়ালটি আরো টিআরপি তুলবে বলেই আশা করে রয়েছেন দর্শকরা।