Ekchokho.com 🇮🇳

বিধানসভা ভোটের আগে মোদির ‘গেমপ্ল্যান’? বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নিয়ে আসছে বড় চমক

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লিতে বসে বিজেপির (BJP) সর্বভারতীয় নেতৃত্ব মঙ্গলবার এক ঝটকায় আটটি রাজ্যে দলের নতুন সভাপতির নাম ঘোষণা করল। কোথাও নতুন মুখ, কোথাও পুরনোদের উপরেই রাখল আস্থা। অনিল তিওয়ারি থেকে রবীন্দ্র চ্যবন, কে বেইচুয়া থেকে পিভিএন মহাদেব—নাম ঘোষণা হওয়া মাত্রই রাজ্যজুড়ে দলীয় স্তরে শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল।

কে কে পেলেন দায়িত্ব? কোথায় বদল?

BJP-র নতুন তালিকায় আন্দামান ও নিকোবরের দায়িত্ব পেয়েছেন অনিল তিওয়ারি।
মহারাষ্ট্রের সভাপতি হয়েছেন রবীন্দ্র চ্যবন।
মিজোরামে দায়িত্বে এলেন ডাঃ কে বেইচুয়া।
তেলাঙ্গানার সভাপতি হয়েছেন এন রামচন্দ্র রাও।
পদুচেরিতে দায়িত্ব পেলেন ভি পি রামালিঙ্গম।
অন্ধ্রপ্রদেশে দলের নেতৃত্বে এলেন পিভিএন মহাদেব।
তবে হিমাচল প্রদেশে রাজীব বিন্দাল এবং উত্তরাখণ্ডে মহেন্দ্র ভাট—এই দুই পুরনো নেতার উপরই আবারও আস্থা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। দু’জনকেই ফের রাজ্য সভাপতির পদে বহাল রাখা হয়েছে।

তবে এর মাঝেই চোখ টানছে একটি রাজ্য—পশ্চিমবঙ্গ। আট রাজ্যের তালিকায় কোথাও নেই বাংলার নাম। যার ফলে তৈরি হয়েছে দমবন্ধ জল্পনা। দিল্লির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। স্ক্রুটিনি হবে বিকেলেই, আর বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করা হতে পারে বাংলার নতুন বিজেপি সভাপতির নাম।

কে হবেন বাংলার মুখ? ভিতরে-বাইরে চাপানউতোর

২০২১-এর বিধানসভায় প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল বিজেপির। কিন্তু সেই স্বপ্নভঙ্গের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য নেতৃত্ব নিয়ে। সম্প্রতি সংগঠন ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। সেই সূত্রেই এবার নতুন সভাপতি ঘোষণা প্রায় সময়ের অপেক্ষা। গুঞ্জন চলছে একাধিক নাম নিয়ে। কেউ বলছেন, পুরনো নেতৃত্বেই ফিরতে পারেন দল। আবার কেউ মনে করছেন, এইবার একজন নতুন ও মুখচেনা প্রাক্তন আমলাকে সামনের সারিতে আনতে পারে বিজেপি। যদিও দিল্লি এখনও মুখ খোলেনি। তবে বঙ্গ বিজেপির অন্দরে সাজ সাজ রব। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সভাপতি বরণ করার জন্য। ব্যানার, গেট, মালা—সব অর্ডার হয়ে গিয়েছে। দিল্লির ঘোষণা আসা মাত্রই শুরু হবে রাজ্যজুড়ে নতুন সভাপতির ‘উপস্থিতি’ উপলক্ষ্যে দলীয় শোডাউন।

আরও পড়ুন: ‘আদালত যদি দেখে দুর্নীতি হচ্ছে, মন্ত্রী যুক্ত আছেন..,’ প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলায় কী নির্দেশ দিল হাইকোর্ট?

প্রতিপক্ষের তীক্ষ্ণ নজরেও রয়েছে বঙ্গ বিজেপি

নতুন সভাপতির নেতৃত্বে আগামী বছর ২০২৬-র বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। ফলে এই পদ নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল, শুধু বিজেপি কর্মীদের মধ্যেই নয়, প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসও তীক্ষ্ণ নজর রাখছে এই ঘোষণার উপর। বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের ভিত মজবুত করতে গেলে প্রয়োজন শক্তিশালী ও গ্রাসরুট কানেক্টযুক্ত এক নেতার। কে হতে চলেছেন সেই নেতা—তার দিকেই এখন তাকিয়ে বাংলা। বাকি আটটি রাজ্যের মতো বাংলাতেও যদি ঘোষণাটি চমকপ্রদ হয়, তবে বিজেপির পক্ষে সেটি হতে পারে একটি নতুন শুরু। এখন শুধু সময়ের অপেক্ষা।