Ekchokho.com 🇮🇳

বিনোদনে জমজমাট জুলাই, পরপর মুক্তি পাচ্ছে এই সিরিজগুলো, না দেখলেই চরম মিস

Published on:

Published on:

Upcoming Web Series in July

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসে ওটিটিতে মুক্তি পেতে চলেছে একাধিক সিনেমা ও সিরিজ ( Web Series)। কারও পছন্দ রোমান্স তো কারো পছন্দ অ্যাকশন ।এমনকি, কোভিডের পর থেকে ওটিটি (Ott)প্ল্যাটফর্মগুলো যেন শাখা প্রশাখার মত বিস্তার লাভ করেছে। মুঠোফোনে ওয়েব সিরিজ দেখেই অবসর সময় কাটাচ্ছেন মানুষজন। অনেকে আবার তাদের পছন্দের সিরিজ (Series) দেখার প্লেলিস্ট ও বানিয়ে ফেলেছে।এবার জুলাই মাসে সিরিজ প্রেমিদের জন্য রয়েছে সুখবর। চলতি মাসে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ। এই সিরিজ গুলো দেখা যাবে নেটফ্লিক্স , প্রাইম ভিডিও, সনি লিভ ও জি৫ এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম গুলিতে।

চলতি মাসে কোন কোন সিরিজ রিলিজ হচ্ছে (Web Series)

বিচ এক্স রিচ : কোরিয়ান ড্রামা দেখতে ভালোবাসে না এমন মানুষ কম আছে। এবার কোরিয়ান ড্রামা দেখতে ভালোবাসে তাদের জন্য সুখবর। চলতি মাসে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় কোরিয়ান টিন- থ্রিলার সিরিজ ‘ বিচ এক্স রিচ’। ৩ জুলাই থেকে দ্বিতীয় সিজনের এই সিরিজটি দেখা যাবে নেটফ্লিক্সে। তবে এবারের পর্বে দেখা যাবে চেওংডাম ইন্টারন্যাশনাল হাই স্কুলের অভিজতা সমাজ ব্যবস্থার ভাঙনের কাহিনী। এই গল্পে আরও দেখা যাবে, দুটি হত্যাকাণ্ড। যার প্রত্যক্ষদর্শী কিম হে ইন নিজেই। এই সিরিজটি প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। প্রথম সিরিজের পর দ্বিতীয় সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে। আগে থেকেই কৌতুহল তুঙ্গে ছিল। উল্লেখ্য, পরিচালনার দায়িত্বে ছিলেন মিন জি ইয়ং। আর এই সিরিজে অভিনয় করেছে লি ইউন জং , ইউ জং হু , হান জি হা সহ আর অনেকে।

দ্য স্যান্ডম্যান সিজন ২ : কম স্টারিজ অভিনীত জনপ্রিয় ডার্ক ফ্যান্টসি সিরিজ ‘দ্য স্যান্ডম্যান’। এই সিরিজটিও প্রথম থেকেই দর্শকদের মন জয় করেছিল। এবার নতুন সিজনে দেখা মিলবে বোয়েড হোলব্রুর ও ভিভিয়েন অ্যাচ্যাম্পংয়ের। নতুন এই পর্বে দর্শক দেখবে রহস্য, ভ্রমণ, পুরোনো বন্ধুত্ব ও গুরুতর দায়িত্ব নিয়ে মর্ফিয়াসের নতুন আবিষ্কার। এই সিরিজটি নেটফ্লিক্সে ৩ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হবে।এই সিরিজটির পরিচালনার দায়িত্বে আছেন জেমি চাইল্ডস । সিরিজটিতে অভিনয় করেছেন টম স্টারিজ, বোয়েড হোলব্রুক, ভিভিয়েন অ্যাচ্যাম্পং, প্যাটন ওসওয়াল্ট সহ আরও অনেকে।

দ্য হান্ট:১৯৯১ সালের নির্বাচনী আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাঁর মৃত্যু ঘটনার অবলম্বনে তৈরি এই সিরিজটি। এই সিরিজটি পরিচালনা করেন নাগেশ কুকুনুর। দ্বিতীয় সিজনের সিরিজটিতে উঠে আসবে ইতিহাসের অন্যতম ভয়াবহ এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা গল্প। সনি লিভে ৪ জুলাই থেকে দেখা যাবে এই সিরিজটি। এই সিরিজ যে অভিনয় করেছেন- অমিত সিয়াল, সাহিল ভেদ, সৌরভ দুবে সহ আরও অনেকেই।

স্পেশাল অপস সিজন ২: কেকে মেনন জনপ্রিয় অ্যাকশন থ্রিলার ‘স্পেশাল অপস’ সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে ফের হাজির হচ্ছেন। হিম্মত সিংহ চরিত্রে আবারও দেখা যাবে তাঁকে। সাইবার আক্রমণের বিরুদ্ধে মোকাবিলা করবেন কেকে মেনন। স্পেশাল অপস সিজন ২ এর এক ঝলক এরই মধ্যে ট্রেলারে দেখানো হয়েছে। সিরিজটির পরিচালনার দায়িত্বে ছিল নিরজ পাণ্ডে। ১১ জুলাই থেকে জিও হটস্টারে সিরিজটি দেখা যাবে।

Upcoming Web Series in July

আরও পড়ুন: কেষ্ট গড়ে মাঝরাস্তায় তৃণমূল সভানেত্রীর শ্লীলতাহানি, করা হল শারীরিক হেনস্থা! কাঠগড়ায় ফের শাসকদল

আনটেমড: ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজটি।স্ট্রিমিং শুরু ১৭ জুলাই থেকে। ছয় পর্বের এই থ্রিলার সিরিজটি তৈরি করেছেন মার্ক এল স্মিথ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন এরিক বানা। ‘কাইল টার্নার’ নামক বিশেষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে।