Ekchokho.com 🇮🇳

কসবা কাণ্ডের মূল অভিযুক্ত ‘ভাইপো গ্যাং’-এর সদস্য! এবার সরাসরি অভিযোগ শুভেন্দুর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চেয়ারে বসে সানগ্লাস পরা এক ব্যক্তি। তাঁর পাশে দাঁড়িয়ে এক যুবক। কসবা কাণ্ড প্রকাশ্যে আসতেই নাম না করে এই ছবি প্রকাশ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কটাক্ষ করেছিলেন, ‘কসবা ল কলেজের ধর্ষণকারীর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো’। আর এবার ফের রাজ্যের বিরোধী দলনেতার মুখে ‘ভাইপো গ্যাং’ এর নাম। অভিযোগ করলেন, কসবা কাণ্ডে যুক্ত ‘ভাইপো গ্যাং’!

কসবা কাণ্ডে ‘ভাইপো গ্যাং’ কে নিশানা শুভেন্দুর (Suvendu Adhikari)

কন্যা সম্মান যাত্রা কর্মসূচি শুরু করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের ময়নায় কন্যা সম্মান যাত্রায় অংশ নিয়ে এক জনসভায় সরাসরি ‘ভাইপো গ্যাং’কে নিশানা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কটাক্ষ শানিয়ে তিনি বলেন, ‘দিঘায় এসেছিলেন ক্রেডিট নিতে। কিন্তু সমস্ত হিসেব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং’।

Suvendu adhikari new claim about kasba law college incident accused

কী বললেন শুভেন্দু: বিরোধী দলনেতা বলেন, ‘দিঘায় এসেছিলেন। ভেবেছিলেন ক্রেডিট নেব। রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন, স্কুলের বাচ্চাদের জোর করে দাঁড় করিয়েছেন। পুলিশরা নিয়ে গিয়েছে। খুব আনন্দে যাচ্ছিলেন। আপনার সব হিসেব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং। কসবা ল কলেজের মনোজিৎ। আপনি ছুটে পালিয়েছেন। আপনার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি’।

আরো পড়ুন : নতুন মোড়ে বাম্পার চমক! আরশির চিন্তা বাড়িয়ে নয়া ভিলেনের এন্ট্রি ‘তুই আমার হিরো’তে

রাজনৈতিক মহলে কানাঘুষো: উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিতের ফেসবুক প্রোফাইলে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি রয়েছে। যদিও তাঁদের মধ্যে অনেকেই অভিযুক্তের সঙ্গে পরিচয়ের কথা অস্বীকার করেছেন। কিন্তু সূত্রের খবর, রাজনৈতিক মহলের একাংশের মতে, মনোজিৎ যে ‘ভাইপো গ্যাং’ এর সদস্য তার প্রমাণ রয়েছে কলেজের দেওয়ালেই।

আরও পড়ুন : শার্টের বোতাম খুলতে খুলতে…’, বন্ধ ঘরে চড়াও হন মনোজিৎ! TMCP নেতার আরও ‘কীর্তি’ ফাঁস কলেজেরই আরেক ছাত্রীর

কলেজের প্রধান গেটের সামনে দেওয়ালে লেখা দেখা যায়, ‘Monijit dada is in our heart’। তার নীচেই লেখা রয়েছে ‘Team MM’। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, রাজ্যের এক সাংসদের জনসভাতেও বিভিন্ন জায়গায় একই কায়দায় ‘Team AB’ লেখা পোস্টার দেখা যায়। বিশেষ করে যে ‘কালীঘাটের কাকুর ভাইপো’র সঙ্গে যে ছবি পোস্ট করে শুভেন্দু (Suvendu Adhikari) কটাক্ষ করেন, তার সত্যতাও এখনও পর্যন্ত কেউ অস্বীকার করেননি। তাই বিরোধী দলনেতার এহেন দাবি নিয়ে শুরু হয়েছে শোরগোল।