বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে দিন দিন তোলাবাজির অভিযোগ বেড়েই চলেছে। পুলিশের বিরুদ্ধেও বিভিন্ন সময় ওঠে তোলা তোলার অভিযোগ। বিরোধী রাজনৈতিক দলগুলিকে বহুবার তোলাবাজির অভিযোগে সরব হতে দেখা গিয়েছে শাসক দলের বিরুদ্ধে। এবার গর্জে উঠলেন বিজেপির মুখপাত্র অমিত মালব্য (Amit Malviya)। তৃণমূলকে তীব্র কটাক্ষ শানিয়ে তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিলেন তিনি।

তৃণমূলের বিরুদ্ধে ফের সরব অমিত মালব্য (Amit Malviya)
বিভিন্ন সময় তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে অমিত মালব্যকে (Amit Malviya)। সাম্প্রতিক কসবা কাণ্ডেও এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার তৃণমূলী তোলাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন তিনি। একটি ভিডিও শেয়ার করে বড়সড় বার্তা দিয়েছেন অমিত মালব্য।
কী লিখলেন বিজেপি নেতা: এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন এখন তিনটি বিষয় নিয়ে সংজ্ঞায়িত, তালা, তোলা এবং তানাশাহি (সন্ত্রাস)। বাংলার যুবদের ভবিষ্যতে তালা, তোলা, যা সাধারণ মানুষের শেষ আশাটুকুও কেড়ে নেয় এবং তানাশাহি, যা বাঙালিদের জীবনকে নরক করে তুলেছে’। এটাই এখন ‘বাস্তব’ বলে মন্তব্য করে অমিত মালব্য আরো লিখেছেন, ‘হাসপাতালে ভর্তি থেকে ফুটপাতের দোকান, কাটমানি সিন্ডিকেট থেকে কোনো কিছুই বাদ নেই। আর কতদিন বাংলা সহ্য করবে এসব? আর কতদিন তৃণমূলের সীমাহীন লোভের জন্য আমাদের যুবদের বলিদান হবে? আর কতদিন তৃণমূলের তোলাবাজদের জন্য বাংলার মানুষদের সর্বস্ব লুট হবে?’
আরো পড়ুন : শার্টের বোতাম খুলতে খুলতে…’, বন্ধ ঘরে চড়াও হন মনোজিৎ! TMCP নেতার আরও ‘কীর্তি’ ফাঁস কলেজেরই আরেক ছাত্রীর
তোলাবাজির বিরুদ্ধে সরব অমিত মালব্য: গর্জে উঠে বিজেপি মুখপাত্র লিখেছেন, ‘অনেক হয়েছে! এই তোলাবাজির অধ্যায় এবার শেষ করবে বাংলা! মমতা বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেট মাফিয়ার সামনে আর মাথা নীচু করবে না বাংলা’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘সইবে না আর বাংলা’।
Today, Mamata Banerjee’s rule is defined by Tala, Tola, Tanashahi:
🔒 “Tala” on the future of Bengal’s youth
🧾 “Tola” that snatches away the last ounce of hope from common people
🦠 “Tanashahi” that has turned the lives of Bengalis into a living hellThis is no rhetoric — this… pic.twitter.com/Hl27E6I0Y9
— Amit Malviya (@amitmalviya) June 23, 2025
আরো পড়ুন : কসবা কাণ্ডের মূল অভিযুক্ত ‘ভাইপো গ্যাং’-এর সদস্য! এবার সরাসরি অভিযোগ শুভেন্দুর
এর আগে কসবা গণধর্ষণ কাণ্ডেও মুখ খুলতে দেখা গিয়েছিল অমিত মালব্যকে (Amit Malviya)। তাঁর পোস্টে উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির মুখপাত্র। তিনি লিখেছেন, টিএমসিপির নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন এলাকায় কেন ডেকে পাঠানো হল একজন পড়ুয়াকে? একজন প্রাক্তন ছাত্র কীভাবে কলেজের মধ্যে বিনা বাধায় ঘুরে বেড়াতে পারে? কলেজের মধ্যেই একজন তরুণীকে ডেকে পাঠিয়ে, আটক করে নির্যাতন করার মতো সাহস পেলেন কী করে তিনি? প্রশ্ন তোলেন তিনি।