বাংলা হান্ট ডেস্কঃ পড়ুয়াদের (Students) জন্য স্বস্তির খবর। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে (Centralized Admission Portal) প্রথম পর্যায়ে আবেদন করার সময়সীমা বৃদ্ধি করল রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হল।

পড়ুয়াদের ভর্তি পোর্টালে আবেদনের সময়সীমা বাড়াল রাজ্য | Students
প্রায় ২ সপ্তাহ আগে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে প্রথম ফেজে আবেদন প্রক্রিয়া শুরু হয়। সেই সময়সীমা ১ জুলাই শেষ হয়েছে। আর সেইদিনই ডেডলাইন বাড়ানোর ঘোষণা করল সরকার। যার ফলে কিছুটা স্বস্তি পেলেন পড়ুয়ারা। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের সুবিধার্থেই এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছর ভর্তির পোর্টাল চালু হওয়ার পর থেকে কতজন আবেদন করলেন সেই তথ্য তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী। রাজ্যের শিক্ষামন্ত্রী তথ্য দিয়ে বলেন, মঙ্গলবার সন্ধে ৬টা পর্যন্ত ৩ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন পড়ুয়া নিজেদের নাম নথিভুক্ত করে মোট ১৮ লক্ষ ২৪ হাজার ৯১৪টি আবেদন করেছেন। এর মধ্যে বাংলা ব্যতিত অন্য রাজ্যের ২ হাজার ৯০১ জনের আবেদন রয়েছে।
পড়ুয়াদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত
উচ্চশিক্ষা দফতর স্নাতক স্তরে ভর্তির আবেদন করার সময়সীমা বাড়ানোয় পড়ুয়াদের বিশেষ সুবিধা হল বলেই মনে করা হচ্ছে। রাজ্যের দেওয়া এই বাড়তি সময়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়ারা নিজেদের আবেদন প্রক্রিয়া সেরে নিতে পারবেন।
আরও পড়ুন: হঠাৎ চমক দিতে পারে সরকার! DA বৃদ্ধি নিয়ে শীঘ্রই আসতে চলেছে ‘সুখবর’
প্রসঙ্গত, চলতি বছর ১৭টি সরকার-পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত মোট ৪৬০টি সরকারি এবং সরকার-পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করেছে উচ্চ শিক্ষা বিভাগ।