বাংলা হান্ট ডেস্ক: লাল মাটির জেলা বীরভূম (Birbhum)। এই বীরভূমের আনাচে কানাচে’তে লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমনকি ৫১ সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ অবস্থিত বীরভূমে। বহু পর্যটকেরা প্রতিদিন আসে সতীপীঠের দর্শন করতে।

সতীপীঠের পাশাপাশি বীরভূমের অন্যতম জায়গা কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন (Shantiniketan)। কবিগুরুর শান্তিনিকেতন কে ঘিরে রয়েছে অজানা বহু কাহিনী।এছাড়াও, বোলপুর শান্তিনিকেতনের অন্যতম পর্যটক কেন্দ্র সোনাঝুরি হাট।
প্রত্যেক সপ্তাহের শনি ও রবিবার এই হাটে বড় আকারের মেলার আয়োজন করা হয়। এমনকি এই বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে আদর্শ গ্রাম। এই গ্রামে গেলে আপনি মনে করবেন এ যেন অন্য জগৎ।
বীরভূমের (Birbhum) এই গ্রামের নাম কেন আদর্শ রাখা হয়েছে জানেন?
আদর্শ গ্রামের চারিদিকে রয়েছে বিভিন্ন গাছপালা। তার সঙ্গে রয়েছে মাটির বাড়িতে বিভিন্ন কারুকার্য। যে কারুকার্য গুলো আপনার মনকে কাড়তে বাধ্য। এবার আপনার মনে হতেই পারে কোথায় রয়েছে, এই আদর্শ গ্রাম? জানা যায়, আদর্শ গ্রামের আসল নাম ‘বল্লভপুর ডাঙ্গা’। বিগত কয়েক বছর ধরে এই গ্রাম আদর্শ গ্রাম নামে পরিচিতি পেয়েছে।
আরও পড়ুন: মেয়েকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ বাবার, হাড়হিম করা ভিডিও ভাইরাল
কয়েক বছর আগে, ডিসেম্বরে বোলপুর সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই সফর থেকে ফেরার পথে আচমকাই স্থানীয় আদিবাসী গ্রামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এমনকি আদিবাসীদের সঙ্গে কথা বলে একটি দোকানে খুন্তি হাতে আলু বরবটি’র তরকারি করতে হাত লাগান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারপরে তিনি ওই গ্রামের ঢুকে এই গ্রামকে আদর্শ গ্রাম গড়ে তুলবেন বলে জানান। তারপর থেকেই সকলের মুখে বল্লভপুর ডাঙ্গা আদর্শ গ্রাম নামে পরিচিত।