২০ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, উস্কে দিল ২০১৫ সালের মর্মান্তিক স্মৃতি

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার রাতে পর পর দুবার ভূমিকম্পে (Earthquake) কেপে উঠল নেপাল (Nepal)। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ঘটে গেল এই দুই ভূমিকম্পের আকস্মিক ঘটনা। কাঠমান্ডু থেকে ৭৫ কিমি পশ্চিমে অবস্থিত ধাধিং-এ রাত ৯ টা বেজে ৩৬ মিনিটে প্রথমবার কম্পন অনুভূত হয়ে। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮।

একই জায়গায় দুবার কম্পন
প্রথম কম্পন হওয়ার পর কাঠমান্ডুবাসী আতকে ওঠে। করোনা সংক্রমণের মধ্যেই নতুন করে ভূমিকম্পের জেরে এক অজানা আতঙ্কে ভুগতে শুরু করে। এরই মধ্যে আবার রাত ৯ টা বেজে ৫২ মিনিটে ওই একই জায়গায় ফের ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয়বার রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.২।

Kath

২০ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প
প্রথমবারের ২০ মিনিটের মধ্যেই দ্বিতীয় কম্পন অনুভূত হওয়ায় শিহরিত হয়ে যায় মানুষজন। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরীয়ে আসে। তবে ভূমিকম্পের কম্পন মাত্রা কম থাকায় এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে ২০১৫ সালের ভয়াবহ মর্মান্তিক ভূমিকম্পের কথা স্মরণে এল নেপালবাসীর। ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারিয়েছিলেন প্রায় ৯০০০ মানুষ। তবে শনিবারের ঘটনায় এখনও অবধি কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

দিল্লীতে ভূমিকম্প
জানিয়ে রাখি, গত ২৯ মে ভূমিকম্পে কেঁপে ওঠেছিল রাজধানী দিল্লী। পার্শ্ববর্তী এমসিআর এলাকাতেও অনুভূত হয়েছিল এই কম্পন। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানিয়েছিল, হরিয়ানার রোহতকের কাছে ছিল এই ভূমিকম্পের উৎস। মাটি থেকে প্রায় ১৬ ফুট গভীরে ভূকম্পনের কেন্দ্র অবস্থিত হওয়ার কারণে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬। তবে কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Smita Hari

সম্পর্কিত খবর