Ekchokho.com 🇮🇳

চারবার লালবাজার! পুলিশ হেনস্থার অভিযোগ তুলে হাইকোর্টে সুকান্ত

Published on:

Published on:

Sukanta Majumdar moves Calcutta High Court over repeated police harassment

বাংলা হান্ট ডেস্ক : প্রতিবাদ করলেই লালবাজার (Lalbazar)! এক মাসে চারবার গ্রেফতার হওয়ার অভিজ্ঞতা নিয়ে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High court) দ্বারস্থ হলেন বিজেপির (BJP ) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তাঁর অভিযোগ, রাজ্যে বিরোধীদের দমন করতে পুলিশকে ‘হাতিয়ার’ বানিয়েছে শাসক দল। কখনও বজবজ, কখনও কসবা—যেখানেই প্রতিবাদ করেছেন, সেখানেই নাকি তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সেই অভিযোগকে ভিত্তি করেই মামলা করেন তিনি।

বজবজে ইট-পাটকেল, গড়িয়াহাটে ধস্তাধস্তি

গত ১৯ জুন বজবজে আক্রান্ত এক বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন সুকান্ত। সেখানেই তাঁর কনভয়ে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল, এমনকি জুতোও। এরপর গড়িয়াহাট মোড়ে কসবাকাণ্ডের প্রতিবাদেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। সেখানেও পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। লালবাজার থেকে একটি অডিও বার্তায় সুকান্ত বলেন, ‘‘এক মাসে চারবার আমায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে বেল বন্ডে ছেড়ে দেওয়া হচ্ছে।’’

‘অতিসক্রিয়’ পুলিশের বিরুদ্ধে আইনি পথে বিজেপি সভাপতি

সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার হাই কোর্টে মামলা করেন সুকান্ত। তাঁর আইনজীবী জানান, কসবা ও বজবজ কাণ্ডে পুলিশের ভূমিকা সন্দেহজনক। তিনি অভিযোগ করেন, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে চিঠি লিখেও কোনও উত্তর মেলেনি। এর পরেই হাই কোর্টে মামলা করার অনুমতি চাওয়া হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই অনুমতি দেন এবং জানানো হয়েছে, চলতি সপ্তাহেই হতে পারে শুনানি।

রাজনীতি বনাম প্রশাসন, কোথায় দাঁড়াচ্ছে প্রতিবাদ?

বিজেপির অভিযোগ, তৃণমূল সরকার বিরোধীদের কণ্ঠ রোধ করতে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে। অন্যদিকে শাসকদল বলছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এক মাসে চারবার একজন সাংসদের বিরুদ্ধে এমন ব্যবস্থা কতটা যুক্তিযুক্ত—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু বিশিষ্টজন। বিরোধী শিবির বলছে, এই ঘটনায় গণতন্ত্রের পরোক্ষ মৃত্যু ঘটছে।

আরও পড়ুন : ভোটার তালিকা ঘিরে ‘নাগরিকত্ব পরীক্ষার’ গন্ধ! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Sukanta Majumdar moves Calcutta High Court over repeated police harassment

বিচারপথেই ভরসা সুকান্তর, নজর আদালতের নির্দেশে

রাজ্য রাজনীতির উত্তাপের মধ্যেই এখন নজর বিচারব্যবস্থার দিকে। হাই কোর্ট কী রায় দেয়, তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী। সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন, তিনি ভয় পান না—বরং প্রশাসনের অতি সক্রিয়তার বিরুদ্ধে তিনি আইনি পথে লড়াই চালিয়ে যাবেন। তাঁর মতে, “প্রতিবাদ করা যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধ বারবার করব। কিন্তু সত্যের পথ থেকে সরে আসব না।”