বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে পশুরাজ সিংহের (lion) সঙ্গে মোষের (buffalo) লড়াই। বনের আইন অনুযায়ী যে সবথেকে বেশি শক্তিশালী বনে তারই রাজ চলে। সেক্ষেত্রে সিংহ বনের রাজা হলেও অনেক সময়ই বুনো মোষকে সিংহ একটু এড়িয়েই চলে। কারন ক্ষেপে গেলে সিংহর সমানও শক্তি ধরতে পারে বুনো মোষ।
এই ভিডিওতেও তারই প্রমাণ পাওয়া গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বনের মধ্যে এক জায়গায় বসে রোদ পোহাচ্ছে এক সিংহ। তার সামনে দাঁড়িয়ে এক বুনো মোষ। হঠাৎ করেই মোষটি দৌড়ে আসতে থাকে সিংহের দিকে। অবস্থা বেগতিক দেখে সিংহও উঠে দৌড় লাগায়। কিন্তু লাভ তাতে কিছু হয় না। বুনো মোষটি এসে সিংয়ে তুলে মাটিতে আছাড় মারে সিংহকে। মাটিতে পড়ে গিয়ে সিংহটিও হতভম্ব হয়ে যায়।
ভারতীয় বন দফতরের আধিকারির সুশান্ত নন্দ নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ সিংহকে বনের রাজা বানিয়েছে। কিন্তু বুনো মোষটির তাতে কিছুই যায় আসে না।’। ভিডিওটি এখন ভাইরাল নেটদুনিয়ায়।
Lion is perceived as king of the Jungle by the humans…
But this buffalo doesn’t give a damn to who the king is☺️ pic.twitter.com/20V1fw2ze9— Susanta Nanda (@susantananda3) May 31, 2020
নেটিজেনও নানা মজার মন্তব্য করেছে। একজন লিখেছেন, সিংহটি ভাবছে যাক কেউ দেখেনি। অপর একজন মন্তব্য করেছেন, বুনো মোষই সবথেকে বেশি সিংহ হত্যা করে। আবার আরেকজন লিখেছেন, অন্য কোনও একদিনের বদলা নিয়েছে মোষটি।