বাংলাহান্ট ডেস্কঃ প্রতিবন্ধী (Disabled) স্বামীকে নিয়ে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার জন্য উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুর সেন্ট্রাল প্লাটফর্মে যেতে স্বামীকে কাঁধে নিলেন স্ত্রী। মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা দীপক কাজের প্রয়োজনে ভিন রাজ্যে গিয়ে লকডাউনে আটকা পড়ে গেছিল। চাদিফাটা রোদের মধ্যেই স্বামী-স্ত্রীর এই অটুট ভালোবাসা দেখে অবাক হয়ে যায় প্লাটফর্মে উপস্থিত মানুষজন।
শ্রমিক স্পেশাল ট্রেন
করোনা ভাইরাসের জেরে জারী হওয়া লকডাউনের মধ্যে কাজের প্রয়োজনে ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছেন বহু পরিযায়ী শ্রমিক। প্রথম দিকে তাঁরা পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে নানারকম সমস্যায় তাঁদের প্রাণহানি ঘটায়, সরকারের তরফ থেকে তাঁদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়।
দুই পাই ভেঙ্গে যায় দীপকের
কেসকোতে বিদ্যুত ঠিকাদারের অধীনে কাজকরত মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা দীপক। কর্মরত অবস্থায় এক দুর্ঘটনায় তাঁর দুটি পাই ভেঙ্গে যায়। পায়ে প্লাস্টারও করা হয়েছিল। কিন্তু প্লাস্টার খুলে দেওয়ার পরও দীপক হাঁটতে চলতে অক্ষম ছিল। দীপকের এই দুঃসময়ে তাঁর অর্ধাঙ্গীনি তাঁর সম্বল হয়ে দাঁড়ায়। আবার এদিকে লকডাউনের মধ্যেও তারা বাড়ি ফিরতে চেয়েছিল।
স্বামীকে কাঁধে তুলে নেন স্ত্রী জ্যোতি
বাড়ি ফেরার জন্য সোমবার থেকে কানপুর সেন্ট্রাল স্টেশনে স্বামী দীপক এবং স্ত্রী জ্যোতি অপেক্ষা করতে থাকে। মঙ্গলবার সকালে যখন ট্রেন আসে, তখন প্রতিবন্ধী স্বামীকে সাহায্য করার মতো কাউকেই পাশে পায় না জ্যোতি। শেষে না পেরে নিজেই স্বামীকে কাঁধে তুলে নেয়। প্রখর রোদের মধ্যে স্বামীকে কাঁধে নিয়ে প্লাটফর্মে ওঠেন স্ত্রী জ্যোতি। স্বামীর প্রতি এই অগাঘ ভালোবাসা এবং তাঁর এই ঘামে ভেজা শরীর দেখে সকলেই হতবাক হয়ে যায়। তারা মঙ্গলবার পুষ্প এক্সপ্রেসে চড়ে মুম্বাই ছেড়ে বাড়ির পথে যাত্রা করে।