করোনার আতঙ্ক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের বাড়িতে! পরিবারকে নিয়ে যাওয়া হল আইসোলেশনে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা যেন ভারত তথা বাংলা থেকে যাওয়ার নামই নিচ্ছে না। ছড়িয়ে পড়ছে সর্বত্রই। ভাইরাস যেন কিছুতেই ছাড়ছে না। এবার থাবা বসাল তৃণমূল সাংসদের বাড়িতে। হোম কোয়ারেন্টিনে যেতে হল তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। তিনি একা নন, তাঁর পরিবারের ১২ জন সদস্যই হোম কোয়ারেন্টিনে গেছেন। কল্যাণবাবুর সুরক্ষাকর্মীদের ১ জন গত বুধবার করোনা সংক্রমণের শিকার হয়েছেন। তাঁর নমুনা পরীক্ষার পর তিনি কোভিড-১৯ পজিটিভ বলে জানা যায়।

সুরক্ষাকর্মীকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুরক্ষাকর্মীর দেহে করোনা পাওয়ার পর আর কোনও ঝুঁকি নেননি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিবারের সকলকে নিয়ে হোম কোয়ারেন্টিনে যান তিনি। কল্যাণবাবু জানিয়েছেন, তাঁর পরিবারের কারও দেহেই করোনার কোনও উপসর্গ নেই। তবে তাঁদের সকলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

coronavirus 4972480 1280

 

এদিকে রটে যায় যে কল্যাণবাবু করোনা সংক্রমণের শিকার হয়েছেন। কল্যাণবাবু দাবি করেছেন এটা স্থানীয় কিছু বিজেপি সমর্থকের কাজ। তাঁর কোনও করোনা উপসর্গ নেই। তাঁর সুরক্ষাকর্মী করোনা আক্রান্ত। প্রসঙ্গত কদিন আগেই করোনা সংক্রমণের শিকার হয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

সম্পর্কিত খবর