বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিশগড়ে বিদ্যুত (Electricity) গ্রাহকদের জন্য বড় খবর। গ্রাহকদের ছাড় ছাড়াই বিদ্যুত দেওয়ার জন্য নতুন নিয়ম লাগু করে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যুত বন্ধ হওয়ার চার ঘণ্টার মধ্যে বিদ্যুত না এলে, বিদ্যুত বিপনন কোম্পানি ক্ষতিপূরণ দেবে।
এরকম নিয়ম লাগু করা দেশের সর্বপ্রথম রাজ্য হিসেবে উঠে এলো ছত্তিশগড়। রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন নতুন নিয়ম লাগু করার জন্য নির্দেশিকা জারি করে দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, শহুরে এলাকায় বিদ্যুত যাওয়ার চার ঘণ্টার মধ্যে বিদ্যুত না এলে, বিদ্যুত বিপনন কোম্পানি গ্রাহকদের প্রতি ঘণ্টা ৫ টাকা করে ক্ষতিপূরণ দেবে। গ্রামে এই সময়সীমা বাড়িয়ে ২৪ ঘণ্টা করা হয়েছে। বিদ্যুতের লাইনে সামান্য স্মস্য অথবা ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণ দেবে কোম্পানি।
আপনাদের জানিয়ে দিই, বিদ্যুত নিয়ম ২০০৩ অনুযায়ী গ্রাহকদের উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিদ্যুত বন্টনের যোগান সুনিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছিল। ছত্তিশগড় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন ২০০৬ সালে এই নিয়ম লাগু করেছিল। কিন্তু সেই সময় ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম ছিল না।