বাংলাহান্ট ডেস্কঃ এ কোন ইঙ্গিত দিল পরিবেশবিদরা। কিছুদিন আগে ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠেছিল রাজধানী দিল্লী (Delhi)। তারপরেই কর্ণাটকের হাম্পি ও ঝাড়খণ্ডের জামশেদপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এখন পরিবেশবিদদের সামনে ভয়াবহ একটা খবর সামনে আসছে। তাঁদের মতে, ছোট ছোট ভূমিকম্পই একদিন বড় আকার ধারণ করবে। তাঁদের মতে, পুজোর আগে বা পুজোর মধ্যেই বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। কলকাতায় বেশী ভয়ের সম্ভাবনা। কিন্তু এর হাত থেকে রেহাই পাবে না বাংলাদেশের রাজধানী ঢাকাও।
উল্লেখ্য, মারণ ভাইরাস করোনার জেরে সারা বিশ্ব তোলপাড়। শয়ে শয়ে মানুষ এই মারণ ভাইরাসের জেরে মারা গেছে। আক্রান্তের সংখ্যাটাও কম নয়। এর পরেই আসে ঘূনিঝড় আমফান। আর এই আমফান পুরো বাংলাকে লন্ডভন্ড করে দিয়েছে। ক্ষতিগ্রস্থ করেছে পুরো বাংলাকে।
আমফানের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গিয়েছে বহু গাছ। সেই ক্ষতি সামাল দিতেই কার্যত বেগ পেতে হয়েছে প্রশাসনকে। ক্ষতিপূরণে কেন্দ্রের থেকে সাহায্য নিতে হয়েছে বাংলাকে, পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় চলেছে উদ্ধারকার্য। অন্যদিকে, করোনার প্রকোপ এখনও বর্তমান। তা নিয়েও জেরবার রাজ্য। সবমিলিয়ে এইমুহূর্তে রাজ্যের অবস্থা সংকটে। আমফান ক্ষতিগ্রস্থদের সাহায্যের হাত বাড়িয়েছে সবাই। করোনা, আমফানের পরই অশনি সঙ্কেত পরিবেশবিদদের?