বাংলাহান্ট ডেস্কঃ সোনা (Gold) রূপোতে (Silver) ফের নিজের জায়গায় ফিরছে দামের লেভেল। গৃহবন্দি দশাতেও দামের বেশ উত্থান পতন ঘটতে দেখা যাচ্ছে। কিনতে না পারলেও উর্দ্ধগামী দামের পাহাড় দেখে চিন্তিত শহরবাসী। উল্টোদিকে হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে।
করোনার প্রভাব পড়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও
করোনা ভাইরাসের (COVID-19) জেরে বন্ধ এখন বৈদেশিক ব্যবসা। যার জেরে অর্থনীতি এখন প্রবল সংকটের মুখে। লকডাউনের মধ্যে আশঙ্কাজনিত অঞ্চল ছাড়া, বিভিন্ন জায়গায় কিছু ছোট ছোট দোকানপাট খুলে দিলেও, এখন বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।
২২ ক্যারেট সোনার দাম
কলকাতায় (Kolkata) গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৬১০০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৬১০ টাকা। এই দাম আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৬১১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬১১ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
গতকাল শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭৫৮০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৭৫৮ টাকা। এই দাম আজকে বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৭৫৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৫৯ টাকা।
রূপোর দাম
সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দামও। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪৮.৪৮ টাকা। আজ এই দাম সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৮.৪৯ টাকা।
পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম ৫৮৪.৫০ টাকা।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…