বাংলাহান্ট ডেস্ক: উত্তর ২৪ পরগণা থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সুদূর আমেরিকাবাসীকে মুগ্ধ করছে বাংলার মেয়ে সোনালি মজুমদার (sonali majumder)। মার্কিন রিয়েলিটি শো (reality show) আমেরিকাজ গট ট্যালেন্টে (America’s got talent) সোনালির নাচের প্রতিভা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন বিচারক সহ দর্শকমন্ডলী। সোনালির নাচের ভিডিও (video) এখন ভাইরাল (viral) নেটদুনিয়ায়।
উত্তর ২৪ পরগণার বাগদাতে থাকেন সোনালি। বয়স মাত্র ১৫। কিন্তু এই বয়সেই তাবড় নৃত্যশিল্পীদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন তিনি। সোনালি জানান, ছোট থেকেই নাচই ধ্যানজ্ঞান তাঁর। বাবা পেশায় কৃষক। তাদের গ্রামে এখনও বিদ্যুতও পৌঁছায়নি বলে জানান সোনালি।
তবু মেয়ের ইচ্ছাপূরণ করতে প্রথমে বাগদাতে একজনের কাছে নাচের প্রশিক্ষণ নিতে ভর্তি করান সোনালির বাবা। তারপর কলকাতার বিভাস ড্যান্স অ্যাকাডেমি থেকে নাচ শেখেন সোনালি। সেখান থেকে পাড়ি আমেরিকায়।
রিয়েলিটি শোতে সোনালির সঙ্গে পারফর্ম করেন বছর কুড়ির সুমন্ত মারজু। তিনিও নাচ শেখেন সোনালির সঙ্গেই। একসঙ্গে তারা ‘ব্যাড সালসা’ নামে সালসা নাচের একটি ধরন পারফর্ম করেন। নামের কারন হিসাবে তারা জানান, তাদের নাচের স্কুল বিভাস ড্যান্স অ্যাকাডেমি থেকেই এই নামের উৎপত্তি।
There's nothing BAD about them! @badsalsagroup danced their way into our hearts!
https://t.co/DfrqslEAti
— America’s Got Talent (@AGT) May 27, 2020
একটি হিট বলিউড গানে নাচতে দেখা যায় সোনালি ও সুমন্তকে। তাদের নাচ দেখে হতবাক হয়ে যান বিচারকরা। চারজন বিচারককেই মুগ্ধ করে রিয়েলিটি শোতে প্রবেশের সুযোগ পেয়ে যান তারা। এই এপিসোডটি সম্প্রতি সম্প্রচারিত হয়েছে একটি মার্কিন টেলিভিশন চ্যানেলে। সেই সঙ্গে নেটদুনিয়াও কাঁপাচ্ছে সোনালির নাচের ভিডিও।