বাংলাহান্ট ডেস্কঃ আমূল (amul) নিত্যনতুন বিষয়ে প্রতিদিনই অভিনব কার্টুন তৈরি করে নিজেদের বিজ্ঞাপন করে। এবার ভারত – চীন (india – china) অস্থিরতার প্রেক্ষাপটে চীনা দ্রব্য বয়কটের ডাকে এবার সামিল হল ভারতের এই সংস্থাটি। তাদের ‘exit the dragon?’ নামের অভিনব বিজ্ঞাপনটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, পাশাপাশি আমূলের স্বদেশপ্রীতিকে ধন্য ধন্য করছেন নেট পাড়ার বাসিন্দারা।
রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, ‘গান’ (gun) এর চেয়ে ‘স্লোগান’ শক্তিশালী। ৩ জুন এমনই এক শক্তিশালি স্লোগানের ডাক দিল আমূল। যেখানে দেখা যাচ্ছে বিখ্যাত ‘ আমূল গার্ল’ লড়াই করছে চীনের দৈত্যের বিরুদ্ধে। ছবিতে রয়েছে ‘মেড ইন ইন্ডিয়া ‘ শব্দগুচ্ছও। দেশীয় দ্রব্যের ব্যাবহার বাড়াতে আমূলের এই স্লোগানেই মাত নেটদুনিয়া। যদিও সাময়িকভাবে টুইটার আমূলের অফিসিয়াল হ্যান্ডেলটি নিষ্ক্রিয় করে দিলেও, ‘মত প্রকাশের স্বাধীনতা’ এর হস্তক্ষেপ হওয়ায় তা আবার চালু করতে বাধ্য হয়েছে।
#Amul Topical: About the boycott of Chinese products… pic.twitter.com/ZITa0tOb1h
— Amul.coop (@Amul_Coop) June 3, 2020
চীন ও ভারতের অশান্ত সীমান্ত পরিস্থিতিতে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত সোনম ওয়াংচুক । ভারত-চিন সীমান্তে সৃষ্ট উত্তেজনার কথা উল্লেখ করে ভারতীয় নাগরিক হিসাবে সকলকে নিজের দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন ‘র্যাঞ্চো’।
Fantastic by @Amul_Coop The dragon and their slaves got scared that they restricted the account. Imagine when our Army will be knocking Chinese doors#Amul Topical: About the boycott of Chinese products… pic.twitter.com/5lQda8Vktt
— Raj (@ConquistadorRaj) June 6, 2020
সোনম ওয়াংচুকের সুরে সুর মিলিয়ে চিনা পণ্যের ব্যবহার বন্ধ করতে তৎপর হয়েছেন আরশাদ ওয়ারসি, রণবীর শোরে সহ একাধিক বলি তারকা। থ্রি ইডিয়টসের ফুনসুখ ওয়াংড়ু ওরফে সোনম ওয়াংচুকের চিনা পণ্য বয়কটের আহ্বানে সাড়া দিয়ে আগেই টিকটক ছেড়েছেন মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমন। এবার সেই পথেই পা মেলাতে আহ্বান আমূলের।