বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীতে (Delhi) করোনা পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ হয়ে উঠছে। আর এর মধ্যে দিল্লী সরকার দ্বারা গঠিত পাঁচ সদস্যীয় ডাক্তারদের কমিটি নিজেদের রিপোর্ট পেশ করেছে। এরপর সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) একটি ভিডিও কনফারেন্স করে দিল্লী সরকারের সিদ্ধান্ত সর্বসমক্ষে আনেন। দেখে নিন দিল্লীর নতুন কিছু সিদ্ধান্ত।
কাল থেকে দিল্লীতে রেস্তোরাঁ, মল আর ধার্মিক স্থল খোলা হবে। আর এই সময় কেন্দ্র সরকারের সমস্ত গাইডলান্স পালন করতে হবে।
হোটেল আর অনুষ্ঠান বাড়ি এখন খোলা হবে না। আগামী দিনে হোটেল গুলোকে হাসপাতাল বানানো হতে পারে, সেই জন্য এখন এগুলো খোলা হবে না।
কেজরীবাল বলেন, বয়স্ক মানুষদের কাছে আবেদন করছি যে, তাঁরা যেন কোনভাবেই ঘর থেকে না বের হন।
সোমবার থেকে দিল্লী বর্ডার সবার জন্য খুলে দেওয়া হবে।
দিল্লী হাসপাতালে আপাতত শুধু দিল্লীবাসীরই চিকিৎসা হবে। সরকারি এবং বেসরকারি দুই হাসপাতালেই এই নিয়ম জারি থাকবে।
দিল্লীতে কেন্দ্রের যেসব হাসপাতাল আছে, সেগুলোতে আগের মতই সব রোগীর চিকিৎসা হবে।