বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণের নিরিখে টপ ফাইভে পৌঁছালেও, ভারতে (india) এখনও ভয়াবহ আকার ধারণ করেনি, জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ‘ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনও বেশ ‘ঝুঁকিপূর্ণ’!’ জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরী স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডঃ মাইকেল রায়ান।
চীনের সীমানা ছাড়িয়ে করোনা ভাইরাস সমগ্র বিশ্বের প্রায় সব দেশই নিজের জাল বিস্তার করে নিয়েক্সছে। কম বেশি করে প্রায় সব দেশই এই ভাইরাসের দ্বারা জর্জরিত। সঠিক প্রতিষেধক আবিষ্কারের দিকে তাকয়ে রয়েছে গোটা বিশ্ব।
ভারত এখনও বেশ ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছে
ভারতেও ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই করোনা সংক্রমণের হারের বৃদ্ধি নিয়ে WHO করল এক বিস্ফোরক মন্তব্য, যা শুনে আটকে উঠেছে মানুষজন। বর্তমানে করোনা সংক্রমিত দেশের তালিকায় ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে, পেছনে ফেলল স্পেনকেও। এই ব্যাপকহারে বাড়তে থাকা সংক্রমণের মধ্যেও WHO জানাচ্ছে, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনও বেশ ‘ঝুঁকিপূর্ণ’!
শুরু হয়ে গেছে সেকেন্ড ওয়েভ
ডঃ মাইকেল রায়ান (Michael J. Ryan) জানালেন, এইসব দেশগুলোতে এখনও করোনার ভয়াবহ বিস্ফোরণ ঘটেনি। গত ২৫ শে মে তিনি জানান, ধীরে ধীরে গোটা বিশ্বে এখন করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। এই দ্বিতীয় ভাগ প্রথম ভাগের থেকেই বেশি মারাত্মক। আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বেশকিছু জায়গায় এই সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। এক্ষেত্রে বিপদ আরও বেশি। এই সেকেন্ড ওয়েভ একবার শুরু হয়ে গেলে, তা থামাতে বেশ পরিমাণে বেগ পেতে হবে। যা আরও কয়েক মাস সময় লেগে যাবে।
নিজেকে রক্ষা করতে হবে
এই সেকেন্ড ওয়েভ থেকে রক্ষা পাওয়ার জন্য WHO জানাচ্ছে, ৬০ বছরের বেশি মানুষজনকে সবসময় মাস্ক পড়তে হবে। বিশেষত ত্রিস্তর বিশিষ্ট মাস্ক ব্যবহার করতে হবে। তবে যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না, সেখানে কাপড়ের মাস্কও ব্যবহার করা যাবে না। নিজেকে সর্বদা রোগের থেকে দূরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলতে হবে।