বাংলাহান্ট ডেস্কঃ স্বাস্থ্যের অবন্নতি ঘটেছে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। করোনা সন্দেহে নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। বেশ কিছু দিন ধরে হালকা জ্বর এবং গলা ব্যথা অনুভব করেন তিনি। রবিবার বিকেল থেকেই তার নির্ধারিত সমস্ত সভা বাতিল করে দেওয়া হয়েছে।
ভারতে যে হারে করোনা সংক্রমণের মাত্রা বাড়ছে, তাতে করে আক্রান্তের তালিকায় ৫ ম স্থানে উঠে এসেছে ভারত। দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা এবার কড়া নাড়ছে দিল্লীর আপ পার্টির দরজায়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা সন্দেহে সকলের থেকে আলাদা হয়ে নিজের বাড়িতেই কোয়ারেন্টিন রেখেছেন নিজেকে।
রবিবার বিকেল থেকেই বাতিল করা হয়েছে সমস্ত সভা। দেখাও করেননি কারো সাথে। বেশ কিছু ধরে হালকা জ্বর এবং কাশিতে ভুগছিলেন তিনি। ধারণা করা হচ্ছে তিনি করোনা পজেটিভ। করা হবে লালারসের টেস্টও।
রবিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, বর্তমানে দিল্লীবাসী ব্যতীত অন্য কাউকে দিল্লীর সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসা করা হবে না। পরবর্তীতে দিল্লি সরকার এই নির্দেশের উপর ভিত্তি করে একটি তালিকা প্রকাশ করে। রিপোর্টে বলা হয় ভোটার আইডি কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা আয়কর রিটার্ন এমনকি বাবা-মা বা স্ত্রীর নামে জল, টেলিফোন বা বিদ্যুতের বিল ইত্যাদি নথিপত্র খতিয়ে দেখে তবেই হাসপাতালে ভর্তি নেওয়া হবে।