বাংলা হান্ট ডেস্কঃ আমফান ঝড়ের সাথে মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গে (West Bengal) NDRF এর ১৯ টি দল মোতায়েন করা হয়েছিল। প্রতিটি দলে ছিল ৪৫ জন করে জওয়ান। আর সেই জওয়ানদের মধ্যে কমপক্ষে ৫০ জনের শরীরে করোনা ধরা পড়ল। পশ্চিমবঙ্গ থেকে কটকে ফেরা ১৭০ জন জওয়ানের করোনার পরীক্ষা হয়েছে। আর তাদের মধ্যে ৫০ জনের শরীরে করোনা পাওয়া গেলো।
এরাজ্য থেকে ফেরার পরেই NDRF জওয়ানরা করোনায় আক্রান্ত হন। ওই জওয়ানদের সংস্পর্শে আসা সবাইয়ের পরীক্ষা করা হয়েছে। আমফান বিধ্বস্ত এলাকায় মোতায়েন জওয়ানদের মধ্যে এখনো পর্যন্ত ৫০ জনের মধ্যে করোনা পাওয়া গেছে।
জানা গিয়েছে যে, তাদের কোন উপসরগ ছিল না। NDRF এর তরফ থেকে জানানো হয়েছে যে, বাকি জওয়ানদেরও করোনার পরীক্ষা করা হবে। আক্রান্ত NDRF জওয়ানদের করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
আপনাদের জানিয়ে দিই, গত ২০ মে এরাজ্যে আছড়ে পরেছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান। ওই ঝড়ে বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৮০ জনের উপরে মানুষের মৃত্যুও হয়েছে। আমফান যাওয়ার ২০ দিন অতিক্রম হলেও এখনো বহু এলাকা স্বাভাবিক হয়ে ওঠেনি।
রাজ্যের রাজধানী কলকাতার ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুত আসতে প্রায় দশ দিনের উপরে সময় লেগেছে। এমনকি এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় অস্থায়ী ভাবে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। এছাড়াও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এখনো জনজীবন স্বাভাবিক হয়নি।