ফুরফুরে হাওয়ায় উড়ছে খোলা চুল, থাইল‍্যান্ডে ক্রুজ ভ্রমণের ভিডিও শেয়ার করলেন মনামী

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিজগতে বেশ জনপ্রিয় মুখ মনামী ঘোষ (monami ghosh)। বহুদিন ধরেই টিভি ধারাবাহিকে তাঁকে দেখে আসছে মানুষ। সেই হিসেবে তিনি বেশ ব‍্যস্ত অভিনেত্রীও বটে। তবে শুধু কেরিয়ারের দিক থেকে নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মনামী। মাঝে মাঝেই নানা ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
লকডাউনে প্রায়দিনই ছবি, ভিডিও পোস্ট করে অনুরাগীদের মাতিয়ে রেখেছিলেন মনামী। কখনও নাচ, কখনও গান আবার কখনও মজাদার টিকটক ভিডিও শেয়ার করে লকডাউন পর্ব কাটিয়েছেন তিনি। সেই সঙ্গে উপরি পাওনা ছিল তাঁর ঘুরে বেড়ানোর নানান ছবি, ভিডিও।

Monami Ghosh 14

https://www.instagram.com/tv/B696aAHlFNE/?igshid=upotn77gcpho

https://www.instagram.com/p/B5Rt_CYFLfb/?igshid=zo2cds7y3gtx

https://www.instagram.com/p/B47BykQlqL3/?igshid=1fticvwbva3h6

ঘুরতে খুবই ভালবাসেন মনামী। কাজের ফাঁকে একটু ছুটি পেলেই টুক করে ঘুরে আসেন তিনি। সেই সব বেড়ানোর ছবি শেয়ার করতেও ভোলেন না সোশ‍্যাল মিডিয়ায়। সম্প্রতি ফের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/CBLRDtpjke7/?igshid=172v9or1yrszj

https://www.instagram.com/p/CBIGIQbDghD/?igshid=1m8bfufukpetv

https://www.instagram.com/p/CAw9H9VDMra/?igshid=14t9n1c4s2s36

থাইল‍্যান্ডের চাও ফ্রায়া নদীর ওপর ক্রুজ ভ্রমণের ভিডিও পোস্ট করেছেন মনামী। তাঁর পরনে রয়েছে কালো প‍্যান্ট ও ক্রপ টপ ও সবুজ জ‍্যাকেট। খোলা চুল ও সানগ্লাসে অসাধারন সুন্দরী লাগছে অভিনেত্রীকে। তাঁর থাইল‍্যান্ড ভ্রমণের সময়কারই ভিডিও এটি।

https://www.instagram.com/p/CArYmY_DzEB/?igshid=jiwxjc395qux

https://www.instagram.com/p/CAR-gvdDiOU/?igshid=1p8b0asc8pk1r

https://www.instagram.com/p/B_rsep-j4Kz/?igshid=13s3c9jdujrio

https://www.instagram.com/p/B7cyMGvl5wO/?igshid=x28u02a2vp6p

এর আগে এর আগে ভিয়েতনাম ভ্রমণের অনেক ছবিই শেয়ার করেছেন মনামী। তবে শুধু ভিয়েতনাম নয়। ইটালি, দুবাই, নিউ ইয়র্কেও ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর