দশ দিনের মধ্যে আরেকটি হাতির মৃত্যু কেরলে! গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল জঙ্গল থেকে

বাংলা হান্ট ডেস্কঃ কেরলে (Kerala) আরও একটি হাতির মৃত্যুর (Elephant Death) খবর সামনে এসেছে। কেরলের মল্লপুরম (Mallapuram) জেলার উত্তর নীলাম্বর ফরেস্ট রেঞ্জে গুরুতর আহত অবস্থায় এক হাতি উদ্ধার হয়, চিকিৎসার সময় ওই হাতির মৃত্যু হয় বলে জানা যায়। বন বিভাগের পশুচিকিৎসকরা ওই হাতির চিকিৎসা করছিলেন, কিন্তু চিকিৎসার পরেও হাতির শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি আর সোমবার হাতির মৃত্যু হয়।

সংবাদ সংস্থা ANI এর তরফ থেকে জানা যায় যে, গত পাঁচ দিন ধরে ওই হাতির চিকিৎসা চলছে। ANI-কে এক আধিকারিক জানান, এলাকাবাসী ওই হাতিকে আহত অবস্থায় উদ্ধার করেছে আর বন বিভাগের কর্মীদের এই বিষয়ে কবর দিয়েছে। তদন্তের পর জানা যায় যে, হাতির শরীরে অনেক আঘাত ছিল। বেহুঁশের ওষুধ দিয়ে হাতির চিকিৎসা শুরু হয়। আঘাতের চিহ্ন দেখে আশঙ্কা করা হয় যে, অন্য হাতির সাথে লড়াইয়ের পর আঘাত পেয়েছিল এই হাতিটি।

ওয়ানাড এর চিকিৎসকের স্পেশ্যাল টিম ওই হাতির চিকিৎসার জন্য পাঠানো হয় কিন্তু তা সস্ত্বেও হাতিকে বাঁচানো সম্ভব হয় না।

এর আগে ২৭ মে কেরনের পলক্কড়ে এক হাতির মৃত্যু হয়েছি। ওই অভুক্ত হাতি খাবারের সন্ধানে জনবসতিপূর্ণ এলাকায় যায়। আর সেখানে বিস্ফোটক ভরা আনারস খেয়ে ফেলে। এরপর বিনায়ক নামের হাতি গুরুতর আহত হয়ে যায় আর একটি বেল্লিয়ার নদীতে তিনদিন ঠাই দাঁড়িয়ে থাকে।

২৭ মে জীবন যুদ্ধে হেরে যায় বিনায়ক। শুধু বিনায়কই না, তাঁর পেটে থাকা নিরীহ সন্তানও মারা যায়। কেরলের বন মন্ত্রী জানান যে, এই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। উনি জানান এই বিষয়ে এখনো তদন্ত চলছে আর দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর