বাংলাহান্ট ডেস্কঃ বুধবার সেনাবাহিনী পর্যায়ের আলোচনার আগেই, পূর্ব লাদাখের (Ladakh) বেশ কিছু এলাকা থেকে নিজেদের পিছিয়ে নিয়ে এল ভারত ও চিনা সেনাবাহিনী। মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। বুধবার লাদাখের বেশ কিছু গুরুত্বপূর্ণঁ এলাকায় সেনাবাহিনী পর্যায়ের আলোচনা হবে। সূত্রের খবর, সেই আলোচনার আগে, উল্লেখযোগ্য সংখ্যক চিনা সেনা সরানো হয়েছে। প্যাংগোং সো ছাড়া, চিনা সেনাবাহিনী দুই থেকে তিন কিলোমিটার সরে গিয়েছে বলে জানিয়েছে সূত্রটি। উল্টোদিকে, শীর্ষ সূত্রের খবর, ভারতের তরফেও তাদের কিছু সংখ্যক সেনাহবাহিনী ও যানবাহন ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছে।
দীর্ঘ কয়েক সপ্তাহ লাদাখ সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়ে ভারতের ঘুম উড়িয়েছিল বেজিং। কিন্তু সেই আস্ফালন বেশিদিন বজায় রাখতে পারল না। দ্বিতীয় দফার সেনা পর্যায়ের বৈঠকের আগেই চরম সিদ্ধান্ত নিয়েছে। ফেরানো হয়েছে সেনার বাহনও। ভারতীয় বাহিনীও সেনা তৎপরতা কমিয়েছে।
আগামিকাল ফের বৈঠক হওয়ার কথা। দুই বাহিনীর সেনা বাহিনীর মধ্যে বৈঠক হওয়ার কথা। তার আগেই এই চিনের সেনা সরানোর সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছে ভারত। গতকালই রাজনাথ সিং দ্বিতীয় দফার বৈঠকের কথা জানিয়েছেন।
ভারতের কাছে যে পরিমান দক্ষ এবং অভিজ্ঞ মাউন্টেন সেনা রয়েছে তা বিশ্বের অন্যকোনও দেশের নেই। এই নিয়ে গতকালই চিনে সেনা বিশেষজ্ঞ এই নিয়ে সতর্ক করেছে। তারপরের দিনই চিন লাদাখ থেকে নেনা সরানোর সিদ্ধান্ত নেয়। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সিয়াচেনের মত কঠিন আবহাওয়ার পরিস্থিতিও ভারতের সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রায় ৫০০০ মিটার উচ্চতায় দিন রাত সীমান্ত পাহারা দিচ্ছে ভারতের ৫ থেকে ৭ হাজার বাহিনী। প্রত্যেকেই অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এবং ভীষণভাবে প্রশিক্ষিত। যা সম্ভভ হয়ে উঠবে না চিনের পক্ষে।