বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (All India Trinamool Congress) নেত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর (Amit Shah) সেই দাবিকে নস্যাৎ করে দেন, যেখানে অমিত শাহ অভিযোগ করে বলেছিলেন যে, মমতা ব্যানার্জী শ্রমিক স্পেশ্যাল ট্রেনকে করোনা এক্সপ্রেসের নাম দিয়েছেন।
মমতা ব্যানার্জী বলেন, আমি পরিযায়ী শ্রমিকদের তাদের বাড়ি ফেরানো শ্রমিক স্পেশ্যাল ট্রেনকে কোনদিনই করোনা এক্সপ্রেস বলিনি। উনি বলেন, এটা জনতাই নাম দিয়েছে।
অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গে ডিজিট্যাল র্যালিকে সম্বোধিত করেন। আর সেখানেই তিনি মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আঙুল তুলে বলেন যে, মমতা ব্যানার্জী শ্রমিক স্পেশ্যাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলে রাজ্যের শ্রমিকদের অপমান করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ২০২১ এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দেবে।
মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, ‘১১ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে ফিরেছে। আমি কখনো পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো ট্রেনকে করোনা এক্সপ্রেস বলিনি। আমাদের রাজ্যের জনতাই ওই ট্রেনের নাম করোনা এক্সপ্রেস দিয়েছে।