‘বোল্ড’ বিকিনি বা শাড়িতে ভারতীয় নারী, নতুন করে নজর কাড়ছেন অদিতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে প্রতিটা দিনই গ্ল্যামারাস। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নায়ক বা নায়িকার ছবি উঠে আসে সংবাদ শিরোনামে। আর বলা বাহুল্য চোখের পলকে সেগুলো হয়ে যায় ভাইরাল। এমনই একজন অভিনেত্রী হলেন অদিতি পোহানকার (aaditi pohankar)। বলিউডে (bollywood) এখনও তেমন জায়গা পাকা করতে না পারলেও নেটদুনিয়ায় রীতিমতো জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নানান ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।
নিজের ইনস্টা হ্যান্ডেলে মাঝেই মাঝেই নানা ছবি শেয়ার করেন অদিতি। সেই সব ‘হট’ ছবি দেখে রাতের ঘুম ছুটে যায় নেটিজেনদের। তুমুল ভাইরালও হয় সেই সব ছবি। সম্প্রতি আরও একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 

ছবিতে লাল স্বল্প পোশাকে দেখা গিয়েছে অদিতিকে। লাল টুকটুকে ফুল স্লিভ পোশাক, উন্মুক্ত পা দেখে চোখ কপালে উঠবেই। ৪০ হাজার লাইক পড়েছে এই ছবিতে। কিছুদিন আগেই বিকিনিতে ক‍্যামেরায় ধরা দিয়েছিলেন অদিতি।

https://www.instagram.com/p/CBNLGSJD4VV/?igshid=cefm6kkm8p4i

https://www.instagram.com/p/CA1_ZP_DY8U/?igshid=1g42pc3dzde8p

https://www.instagram.com/p/B7dAlRJD0MA/?igshid=1my90vu80tef5

তবে শুধু যে স্বল্প পোশাকেই ফটোশুট করেন অভিনেত্রী এমনটা কিন্তু নয়। শাড়িতে আদ‍্যোপান্ত ভারতীয় লুকেও নজর কেড়েছেন অদিতি। বোঝাই যায় যে প্রাচ‍্য হোক বা পাশ্চাত‍্য, সবরকম পোশাকেই সমান স্বচ্ছন্দ‍্য তিনি।

https://www.instagram.com/p/BsPjL2hjiH7/?igshid=90nonrp8o3lh

https://www.instagram.com/p/CApl-aYD_FF/?igshid=ht3k5gr5uk0h

https://www.instagram.com/p/CAcRtkaj6TI/?igshid=zs3msdpks71t

কোয়ারেন্টাইনে ঘরবন্দি হয়েও ফটোশুট করা থামাননি অদিতি। তবে বাইরে বেরিয়ে না, ঘরের মধ‍্যেই নানান পোশাকে নানান পোজে ছবি তুলেছেন তিনি। আর সেই সব ছবি শেয়ার করেছেন অনুরাগীদের জন‍্য।

https://www.instagram.com/p/B_zGxD1DRM5/?igshid=yqdfuxntdz4d

https://www.instagram.com/p/B-uRaJJjMVh/?igshid=smgf64izmrq3

https://www.instagram.com/p/2c9-M9hx_A/?igshid=1hwmb0q3iegrf

অদিতি পোহানকারের পুরো নাম অদিতি সুধীর পোহানকার। লাভ সেক্স অউর ধোঁকা ছবির মধ‍্যে দিয়েই বলিউডে পা রাখেন তিনি। হিন্দি ছাড়াও তামিল ও মারাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি। রিতেশ দেশমুখের বিপরীতে লাই ভারি ছবিতে অদিতির অভিনয় নজর কেড়েছিল। সম্প্রতি ‘শি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে অদিতিকে।

সম্পর্কিত খবর

X